কলকাতা 

বাম-কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে যাওয়ার নেপথ্যে নাকি কাজ করেছে ব্যাগ ভর্তি টাকা ! বিমান বসুর এই আজব অভিযোগের উত্তরে কী বললেন সোমেন মিত্র জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাম-কংগ্রেস আসন সমঝোতা ভেস্তে যাওয়ার নেপথ্যে নাকি প্রচুর টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে । আর এই গুরুতর অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই অভিযোগের তীর  যে কংগ্রেসের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিমান বসুর অভিযোগের পরই পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

ইতিমধ্যে দুটি আসন ছেড়ে রেখে রাজ্যে ৪০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। কংগ্রেসও রাজ্যের ৪২টি কেন্দ্রেই লড়াই করবে সাফ জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে ১১জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেসের হাইকম্যান্ড।

Advertisement

এই প্রেক্ষিতেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শনিবার দাবি করলেন বাম-কংগ্রেস সমঝোতা ভেস্তে দিতে অনেক অনেক টাকার খেলা হয়েছে। তিনি বলেন, অনেকে মানিব্যাগ নিয়ে ঘুরছে। মানি হল হানি। সেই হানির গন্ধ পেয়েই ভেস্তে গেল সমঝোতা। মানি ব্যাগ ভর্তি করে দিলে, কীসের আর আলোচনা, কীসের বোঝাপড়া। আমরা ভেবেছিলাম বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটের সমাহার হবে। তা আর হল না। রাজনীতিতে মানি ইজ হানি বলে অসম্ভব কিছুই নয়। বিমানবাবুর এই অভিযোগ প্রসঙ্গে সোমেনবাবুর কটাক্ষ, খেলা যখন হয়েছে, ফলাফলটাও ওঁরাও বের করুক। কারা টাকা দিয়েছে, তাদের কাদের পকেটে ঢুকেছে, ওরাই বলুক। কেন জোট ভাঙল, তা ওরাই বলতে পারবে। ওরা আমাদের প্রার্থী ঠিক করে দেবে, তা করে তো সমঝোতা হতে পারে না। আমরাও তো একটা রাজনৈতিক দল। বাংলার মানুষই ঠিক করবেন আমরা ঠিক করেছি, না ভুল করেছি।

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =