কলকাতা 

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সন্ধ্যায় ব্যাপক ঝড় ও বৃষ্টি ; ঝড়ে মহাকরণের সামনে ভেঙে পড়ল গাছ , লন্ডভন্ড কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে । হুগলিতেও ব্যাপক ঝড়বৃষ্টি হয়। শিলাবৃষ্টিও হয়েছে। প্রথমে ঝোড়ো হাওয়া চলে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। এখনও হালকা বৃষ্টি চলছে।

মিনিট দশেক ধরে ঝড় হয়েছে। শহরে বেশ কিছু গাছ ভেঙে গেছে। মহাকরণের সামনেও ভেঙে পড়ে একটি গাছ। তার জেরে কিছুক্ষণ বন্ধ যান চলাচল বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে গাছ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও হাওড়া, হুগলি, নদিয়া,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকেছে এবং তাপমাত্রা অনেকটা বেশি থাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এর জেরেই ঝড়-বৃষ্টি। তবে এই বৃষ্টিকে কালবৈশাখী বলা যাবে না। বর্ষার আগে এইরকম ছোটো ছোটো ঝড়-বৃষ্টি হয়।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + 16 =