দেশ 

দলের প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানীকে বাদ দিয়ে তাঁর আসনে প্রার্থী হলেন অমিত শাহ ; পারবেন কী আদবানীর রের্কড ধরে রাখতে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা ২০১৯-এর বিজেপির প্রথম দফার  প্রার্থী তালিকা প্রকাশের বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা  তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে বাদ । আদবানীর আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ হন। কিন্তু এই বছর গুরুত্বপূর্ণ নির্বাচনে দলের সভাপতিও গ্রহণযোগ্যতা যাচাই-এর পরীক্ষায় বসলেন। কেন্দ্র হিসেবে বাছলেন একবার অটল বিহারি বাজপেয়ী (১৯৯৬) ও ছয় বার লালকৃষ্ণ আদবানীর কেন্দ্র গান্ধীনগর।

Advertisement

তবে, এই প্রার্থী তালিকার মাধ্য়মেই একটা যুগের অবসানও ঘোষণা করা হল। ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে প্রথম গুজরাতের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি। তারপর ফের এই কেন্দ্রে ফিরে আসেন ১৯৯৮ সালে। ৫ লক্ষ ৪১ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। ব্যবধান ছিল ২ লক্ষ সাড়ে ১০ হাজারের মতো। তারপর থেকে আরও ৪ বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

গত লোকসভাতে আদবানী গান্ধীনগরে ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ৭৩ হাজারের বেশি। জয়ের ব্যবধান ছিল ৪ লক্ষ ৮৩ হাজারের বেশি। এই ব্যবধান এইবার দলের সর্বভারতীয় সভাপতি কতটা ধরে রাখতে পারেন, সেটাই দেখার।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 2 =