কলকাতা 

দীর্ঘ প্রতীক্ষার পর দার্জিলিং কেন্দ্র বাদে রাজ্যের ২৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি কারা কোথায় প্রার্থী হলেন জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রথম দফার ভোটের মনোনয়ন জমা করার আর মাত্র দুদিন আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশের মাত্র ১৮২টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল আজ রাতে। এই তালিকার মধ্যে রাজ্যে ২৮ আসনে প্রার্থী তালিকাও প্রকাশ করা হল ।

কোন কেন্দ্রে কে প্রার্থী তার তালিকা দেওয়া হল ।

Advertisement

যাদবপুর থেকে অনুপম হাজরা

মথুরাপুর থেকে শ্যামল কান্তি হালদার

জয়নগর থেকে  অশোক কান্ডারি

বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ,

দমদম থেকে শমীক ভট্টাচার্য,

কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক,

বারাসত থেকে মৃণাল কান্তি দেবনাথ

ব্যারাকপুর থেকে অর্জুন সিং

আরামবাগ থেকে তপন রায়

হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়

বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার

কৃষ্ণনগর থেকে  কল্যাণ চৌবে

উত্তর কলকাতা থেকে রাহুল সিনহা

দক্ষিণ কলকাতা থেকে চন্দ্র বোস

বীরভূম কেন্দ্র থেকে দুধকুমার মন্ডল,

রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী,

মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ,

ঘাটাল থেকে ভারতী ঘোষ,

ঝাড়গ্রাম থেকে কুন্নুর হেমব্রম

তমলুক থেকে সিদ্ধার্থ নস্কর

বর্ধমান পূর্ব থেকে পরেশ চন্দ্র দাস

শ্রীরামপুর থেকে দেবজিৎ স‍রকার

আসানসোল থেকে বাবুল সুপ্রিয়,

বসিরহাট থেকে সায়ন্তন বসু

উত্তর মালদহ থেকে খগেন মুর্মু

দক্ষিণ মালদহ থেকে শ্রী রূপা মিত্র চৌধুরী

আলিপুরদুয়ার থেকে জন বার্লা

জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়

প্রথম দফায় দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হলেও সেই কেন্দ্রে প্রার্থীর নাম আজো ঘোষণা করতে পারল না বিজেপি ।

মনে করা হচ্ছে আগামী কাল শুক্রবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =