দেশ 

‘‘প্রতিশ্রুতি দিয়ে মোদী একটা কথাও রাখেননি। প্রচারের রাজনীতি খুব সোজা। যে কেউই করতে পারে’’ বারাণসীতে দাঁড়িয়ে মোদীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ প্রিয়াংকার

শেয়ার করুন
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজীব কন্যা প্রিয়াংকা গান্ধী কংগ্রেসের সাধারন সম্পাদিকা হওয়ার পর থেকেই উত্তরপ্রদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে শুরু করেছে । তিনি উত্তরপ্রদেশে মাটি কামড়ে পড়ে আছেন । প্রতিটি কংগ্রেস কর্মী এবং সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করে যাচ্ছেন । তাঁর জনসংযোগে খানিকটা ঘাবড়ে গেছেন বিজেপি সহ সব রাজনৈতিক দলের নেতারা । তাই তাঁরা প্রিয়াংকাকে বিভিন্নভাবে আক্রমণ করে চলেছেন । কিন্ত তাতে দমে যাওয়ার পাত্রী নন ,ইন্দিরাজির নাতনি । তিনি তাঁর কাজ নিপুন করে চলেছেন ।

গঙ্গা বক্ষে তিন দিন ধরে বোট পে চর্চা পর্বে প্রিয়াংকা ১৪০ কিমি পথে অসংখ্য মানুষের কাছে পৌছেছেন । তাদের সমস্যার কথা শুনেছেন মন দিয়ে । শেষ পর্বে প্রিয়াংকা বুধবার পৌঁছন বারাণসীতে। রামনগর ঘাট থেকে মোটরবোটে অসিঘাট। তার পরে দশাশ্বমেধ ঘাটে আরতি। ভিড় করে থাকা উৎসাহী সমর্থকেরা তাঁর দিকে ফুল ছুড়তে থাকেন। তবে শুধু কংগ্রেসিরাই নয়, তাঁর জন্য অপেক্ষা করে ছিল বিজেপির ‘অভ্যর্থনা’ও।

Advertisement

তিন দিনে কর্মসুচি শেষ করার পর সাধারন মানুষ ও কর্মীদের কাছে বক্তব্য রাখতে গিয়ে ইন্দিরার নাতনি বললেন , কথা দিয়ে রাখেন না, নিজের বিজ্ঞাপন করতেই ব্যস্ত নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে  শুধুমাত্র এখানকার মানুষ কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ‘প্রমাণ’ হাতে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযুক্ত করেছেন মোদীকে ।

তিনি বিজেপি কুটক্তি সম্পর্কে বলেন, ‘‘আমি রাস্তা দিয়ে আসছিলাম। তখন বিজেপির কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন। তবে আমাদের রাজনীতি এমন নয়। কংগ্রেস কর্মীরা ইংরেজের মার সয়েছে। কিন্তু কারও উপরে হাত তোলেনি। শুধু সত্যিকে সামনে এনেছে।’’

বারাণসীতে দাঁড়িয়ে এ দিন নরেন্দ্র মোদীর ‘সত্যি’কেও সামনে আনতে চান রাজীব-কন্যা। গত লোকসভা ভোটে বিজেপির ইস্তাহার তুলে ধরে বলেন, ‘‘বারাণসীর জন্য মোদীজির দেওয়া আটটি প্রতিশ্রুতির কথা এখানে রয়েছে।’’ তার পর অনেকটা মোদীর ঢঙেই, ‘‘এর মধ্যে একটা প্রতিশ্রুতিও পূরণ হয়েছে কি হয়নি?’’ প্রিয়ঙ্কার মন্তব্য, ‘‘প্রতিশ্রুতি দিয়ে মোদী একটা কথাও রাখেননি। প্রচারের রাজনীতি খুব সোজা। যে কেউই করতে পারে।’’

 


শেয়ার করুন
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × one =