জেলা 

অধীর ম্যাজিকে অসহায় আত্মসমর্পন তৃণমূলের; গত কয়েক মাসে হাজার হাজার তৃণমূল কর্মী অধীরের হাত ধরে যোগ দিয়েছে কংগ্রেসে

শেয়ার করুন
  • 71
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে অধীর ম্যাজিকের কাছে কার্যত অসহায় আত্মসমর্পন করে চলেছে তৃণমূল কংগ্রেস । গত পঞ্চায়েত নির্বাচনে সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে একাধিপত্য কায়েম করেছিল তৃণমূল কংগ্রেস । শুভেন্দু অধিকারিকে সামনে রেখে পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি এবং দোদন্ডপ্রতাপ বামেরা যা করতে পারেনি তাও শুভেন্দু করে দেখিয়েছিলেন । মুর্শিদাবাদ জেলা পরিষদ দখলও করেছে তৃণমূল । কিন্ত লোকসভা ভোটের প্রাককালে অধীর চৌধুরি জেলায় ফিরে যাওয়ার পরেই বিগত সাত আট মাস ধরে সমগ্র জেলা জুড়েই তৃণমূল কর্মীরা কংগ্রেসের যোগ দিয়ে চলেছে । কার্যত তৃণমূল অধীর ম্যাজিকের কাছে অসহায় আত্মসমর্পন করছে । অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থী হতেই ফের ঢল নেমেছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানে।

আজ বুধবারও অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদের নওদার কেদারচাঁদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শতাধিক নেতা-কর্মী কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল ছেড়ে। তাঁরা এক সময়ে কংগ্রেসেই ছিলেন। ফের তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন।

Advertisement

বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান করেন তাঁরা। বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তাঁদের হাতে পতাকা তুলে দেন। এক সময়ের কংগ্রেসের শক্ত ঘাঁটি এই বহরমপুর। ২০১৬ সাল পর্যন্ত এখানে কংগ্রেসের দাপট ছিল সংশয়াতীত। কিন্তু এরপরই কংগ্রেস ভেঙে তৃণমূল শক্তি বাড়াতে থাকে জেলায়।

অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী এক সময়ে তাঁরই স্নেহধন্য অপূর্ব সরকার। লোকসভা নির্বাচনের দামামা বেজে যেতেই ফের কংগ্রেস আধিপত্য ফিরে পেতে শুরু করেছে। অধীর চৌধুরী বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যেতে শুরু করেছে। তিনি বলেন, এই যোগদান পর্ব চলতেই থাকবে। কংগ্রেস চারগুণ শক্তি বাড়াবে লোকসভার আগে।

বিগত কয়েক মাসে অধীর চৌধুরি হাত ধরে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন প্রায় কয়েক হাজার কর্মী । মূলত এলাকায় যারা ভোট পরিচালনার দায়িত্ব সামলান সেই রকম নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসছেন ।

 

 


শেয়ার করুন
  • 71
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 8 =