দেশ 

কংগ্রেস মুক্ত ভারত গড়ার মোদীর স্বপ্ন ধুলিসাৎ ! যোগীর ঘনিষ্ট বিজেপি নেতার পুত্রবধূ প্রিয়াংকার হাত ধরে যোগ দিচ্ছেন কংগ্রেসে , যোগীর রাজ্যে কী ফিরছে কংগ্রেসের সুদিন ?

শেয়ার করুন
  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদীজি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেস মুক্ত ভারত গড়ার ।  দেশবাসীও তাঁর কথা শুনে কংগ্রেস এক ধাক্কায় ৪৪-এ নামিয়ে দিয়েছিল । তারপর যুমনা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে মোদীজি কথা রাখতে পারেন নি । অন্যদিকে বিজেপির নেতারা এমনকি মোদী ও অমিত শাহ পর্যন্ত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্বোধন করেছেন । সেই পাপ্পুর হাত ধরেই আজ বুধবার ত্রিপুরার বিজেপিতে ভাঙন ধরছে । ওই রাজ্যের বিজেপির হেভিওয়েট রাজ্য সহ-সভাপতি শাসক দল ছেড়ে পাপ্পু রাহুলের হাত ধরেই কংগ্রেসে যোগ দিচ্ছেন । আর রাহুলের বোন প্রিয়াংকাকে ক‘দিন আগেও বিজেপির নেতারা পাপ্পি বলে সম্বোধন করেছেন তীব্র ব্যাঙ্গ করেছেন । বিজেপির ভাগ্যের পরিহাস সেই পাপ্পির প্রিয়াংকার হাত ধরেই উত্তরপ্রদেশে বিজেপির ঘর ভাঙছে ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী হাত ধরে কংগ্রেস যোগ দিচ্ছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডের ভাইয়ের পুত্রবধূ অম্রুতা পাণ্ডে। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করে জানান, ভবিষ্যতের রাজনীতি কংগ্রেসকে ঘিরেই আবর্তিত হবে। তাই আমি কংগ্রেসে যোগ দিচ্ছি।

Advertisement

আজ বুধবার উত্তরপ্রদেশের মির্জাপুরে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেবেন তিনি। অম্রুতা এদিন সাংবাদিকদের জানিয়েছেন, গান্ধী পরিবারকে আমি সম্মান করি। প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে আসার পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কংগ্রেসে যোগ দেওয়ার।

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি বলেন, আমার মনে হয় আগামী দিনে নরেন্দ্র মোদীর দ্বারা দেশের উন্নয়ন হবে না, হবে রাহুল গান্ধী-প্রিয়াংকা গান্ধীর নেতৃত্বে। কেননা বিজেপি এই পাঁচ বছরে সবাইকে লুঠ করেছে। দেশ লুঠ করেছে। তাই বিজেপি শাসনের অবসান ঘটা স্রেফ সময়ের অপেক্ষা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস টিকিট দিলে আপনি কি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন? বিজেপি সভাপতির পুত্রবধূ অম্রুতা পাণ্ডে বলেন, এটা পার্টির সিদ্ধান্ত। পার্টি যে দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব। তবে আমার লক্ষ্য হল, কংগ্রেসে যোগ দিয়ে প্রিয়াংকা গান্ধীর নেতৃত্বে কাজ করা।

তাহলে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে ফিরছে কংগ্রেসের সুদিন । তা না হলে বিজেপির রাজ্য সভাপতির পুত্রবধূ কেন যোগ দিতে যাচ্ছেন কংগ্রেসে ? যে গান্ধী পরিবারকে প্রতিদিন সকালে গালাগালি না দিয়ে মোদীজির দিন শুরু হয় না , সেই গান্ধী পরিবারের প্রশংসা করে বিজেপির সভাপতি পুত্রবধূ যোগ দিচ্ছেন কংগ্রেসে । প্রিয়াংকা নেতৃত্বে উত্তরপ্রদেশে কংগ্রেসের মাটি যে শক্ত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না ।


শেয়ার করুন
  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 5 =