কলকাতা 

“রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন। বাংলায় শান্তি বজায় রাখুন ; দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরকে আমরা সাজিয়ে তুলেছি। ওরা কি আমাদের ধর্ম শেখাবে ? “ নাম না করে মোদী-শাহকে তোপ মমতার

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রঙের উৎসব হোলি। রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন। বাংলা শান্তির পীঠস্থান। এখানে শান্তি বজায় রাখুন।মাড়োয়ারি ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন । তিনি হিন্দিভাষীদের হোলীর আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন ,বিজেপি ধর্মীয় বিভেদ তৈরি করে অশান্তি তৈরি করতে চাইছে । এরা ক্ষমতায় থেকেও রাম মন্দির নির্মাণ করতে পারে না , এখন আবার রাম মন্দির নির্মাণের স্বপ্ন দেখাচ্ছে মানুষকে ।

তিনি এদিনে মাড়োয়ারি ফেডারেশনের অনুষ্ঠানে বক্তব্য্ রাখতে গিয়ে নাম না করে নরেন্দ্র মোদী ও অমিত শাহর সমালোচনা করেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজো মানেই তিলক আঁকা নয়। অমিতবাবু-মোদীবাবুরা আমার সঙ্গে মন্ত্রের প্রতিযোগিতায় নামুন। দেখাই যাক, সংস্কৃত মন্ত্র কে বেশি জানে।

Advertisement

এরপরই তিনি তোপ দাগেন, মোদী-শাহরা ধর্মের নামে রাজনীতি করছেন। আমাদের এখানে ঘরে ঘরে লক্ষ্মীপুজো হয়। আমরা ছটপুজো করি, ছটপুজোয় ছুটি দিই। দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরকে আমরা সাজিয়ে তুলেছি। ওরা কি আমাদের ধর্ম শেখাবে।

উল্লেখ্য, দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামাম বেজে গিয়েছে। ভোটপ্রচার থেকে দেওয়াল লিখন, মিছিল-মিটিংয়ে রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় হোলির আগে হিন্দি বলয়ে গিয়ে বিজেপিকে একহাত নিলেন।

বিজেপি রাজ্যকে অশান্ত করে তুলছে বলে তোপ দাগলেন। হোলির আগাম শুভেচ্ছাও জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন , রঙের উৎসব হোলি। রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন। বাংলা শান্তির পীঠস্থান। এখানে শান্তি বজায় রাখুন ।


শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + nineteen =