কলকাতা 

বামেদের করুণা চাই না ৷ রাহুল গান্ধী বলেই দিয়েছেন, যদি বাংলায় কংগ্রেস একটা আসনও না পায় কোনও অসুবিধে নেই ৷ কিন্তু দলের মর্যাদা কোনওভাবেই যাতে ক্ষুন্ন না হয়৷” : সোমেন মিত্র

শেয়ার করুন
  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বিমান বসুরা কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। কংগ্রেসের জেতা চারটি আসন বাদ দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা । কিন্তু বামেদের এই উদারতাকে ভাল চোখে দেখছে না  প্রদেশ কংগ্রেস।

কংগ্রেসের জেতা চারটি আসন তাদের ছেড়ে দেয় বামেরা। বিমান বসু বললেন, “কংগ্রেসের জেতা চার আসনে আমরা এখনও আমরা প্রার্থী দিচ্ছি না। কিন্তু ভবিষ্যতে যে দেব না তাও নয়৷” তিনি জানান, আসন রফা নিয়ে আরও একবার ভাবনাচিন্তা করার জন্য বুধবার বিকেল পর্যন্ত কংগ্রেসকে তাঁরা সময় দিচ্ছে ন৷

Advertisement

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মুখে সমঝোতার বার্তা শুনে প্রদেশ সভাপতি সোমেন মিত্র বলেন, “আমরা কোন আসনে প্রার্থী দেব সেটা কি ওরা ঠিক করে দেবে? দলের শীর্ষ নেতৃত্বের উপদেশ এবং আমি আমার সহকর্মীদের মতামত নিয়েই ঠিক করেছি আমরা ৪২ আসনেই একলা লড়ব আমরা।  বামেদের করুণা চাই না ৷ রাহুল গান্ধী বলেই দিয়েছেন, যদি বাংলায় কংগ্রেস একটা আসনও না পায় কোনও অসুবিধে নেই ৷ কিন্তু দলের মর্যাদা কোনওভাবেই যাতে ক্ষুন্ন না হয়৷”

সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যে জোট করেই লড়াই করতে চাইছিল বাম-কংগ্রেস। কিন্তু রায়গঞ্জ-মুর্শিদাবাদ আসনের নিয়ে প্রথম থেকেই তৈরি হয়েছিল জটিলতা। মাঝে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে দুটি আসনের দাবি ছাড়ে কংগ্রেস৷ তারফলে একপ্রকার চূড়ান্ত হয় বাম-কংগ্রেস জোট৷

কিন্তু তাতে বাধ সাধে বামেদের আগেভাগে ঘোষনা করে দেওয়া ২৫টি আসনের প্রার্থী তালিকা৷ প্রদেশ কংগ্রেস প্রশ্ন তোলে, দু-দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চলাকালীন কীভাবে বামেরা আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়৷ শেষপর্যন্ত দু দলের মধ্যে আসন জট না কাটায় কংগ্রেস সিদ্ধান্ত নেয় একলা চলার ৷ সোমবার রাজ্যের এগারোটি আসনে প্রার্থীর নাম ঘোষণাও করে দেয় তারা৷ যার মধ্যে অনেক আসনেই বামেরা প্রার্থী দিয়েছে৷ এরপরই মঙ্গলবার বামেদের তরফ থেকে ফের আসন সমঝোতার বার্তা দেওয়া হয় কংগ্রেসকে ৷

তবে প্রদেশ সভাপতি বামেদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বিমানবাবুরা ওই চারটি আসনে আগামীকালই প্রার্থী ঘোষণা করতে পারে বলে বিশেষ সূত্রে জানা গেছে ।

 


শেয়ার করুন
  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + twenty =