দেশ 

কংগ্রেসের ভেস্তে দেওয়া জোট প্রক্রিয়া নতুন করে রাজ্য রাজনীতিতে জোটের সম্ভাবনা তৈরি করল কিভাবে জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জোট প্রক্রিয়া ভেস্তে গিয়েছিল । কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আর জোট নয় , একা লড়াই করবে । কিন্ত দেশের স্বার্থে , দেশের সংবিধান বাঁচানোর লড়াই ভেস্তে জোট আবার নতুন করে আলোচনার টেবিলে । মূলত শারদ পওয়ারের হস্তক্ষেপে ফের উজ্জ্বল হয়ে উঠল আপ এবং কংগ্রেসের মধ্যে জোটের সম্ভাবনা।

আপের সঙ্গে জোট হবে কি না, সেই নিয়ে গত কয়েক মাস ধরেই দিল্লি কংগ্রেসের মধ্যে মতভেদ ছিল । দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত কিছুতেই আপের সঙ্গে জোট করতে ইচ্ছুক নন। তাঁর অনিচ্ছার কথা তিনি হাই কমান্ডকেও জানিয়ে দিয়েছেন। একই বক্তব্য দিল্লির তিন শাখা সভাপতির।

Advertisement

যদিও আপের সঙ্গে জোট চান দিল্লির পাঁচ প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং ১৫ ব্লক সভাপতি। কিন্তু যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো এক ব্যক্তিত্ব রাজি নন সেই কারণে হাত বাড়াতে পারছে না কংগ্রেস।

যদিও অরবিন্দ্র সিংহ লাভলি এবং অজয় মাকেনের মতো কংগ্রেস নেতা, যাঁরা আগে আপের সঙ্গে জোটের বিরোধিতা করে ছিলেন, তাঁরা নিজেদের সুর নরম করেছেন বলে খবর।

অন্যদিকে দিল্লির সাতটা আসনের মধ্যে ছ’টি আসনে প্রার্থী দিয়েছে আপ। তারা যে কংগ্রেসের সঙ্গে জোট চায়, সেটা তাদের বক্তব্যেই পরিষ্কার। আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের কথায়, “এখন দলের কথা না ভেবে দেশকে বাঁচানোর কথা ভাবতে হবে।”

এই আবহেই দুই দলের মধ্যে দূরত্ব কমানোর জন্য আসরে নেমেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। রাহুল গান্ধী এবং সঞ্জয় সিংহ, দু’জনের সঙ্গেই আলাদা ভাবে বৈঠক করেছেন তিনি। পওয়ার বরফ গলাতে পারেন কি না, সেটাই এখন দেখার।

 

 

 

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 5 =