জেলা 

লোকসভা নির্বাচনের আগে খুনের সিলসিলা শুরু হল , ডোমকলে খুন হলেন তৃণমূল নেতা ; অভিযোগের তীর কংগ্রেসের দিকে ; গোষ্ঠী দ্বন্দ্বেই খুন দাবি বিরোধীদের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকলের। খুন হয়ে গেলেন শাসক দলের এক নেতা। সোমবার রাত দশটা নাগাদ মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বছর ৫০-এর আলতাব শেখ৷ বাইকের পিছনে বসে ছিলেন গড়াইমারী পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ৷ ডোমকলের কুচিয়ামোরা এলাকায় হঠাৎই তাঁদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী৷ অতর্কিতে তাঁদের উপর হামলা করা হয়৷ এলোপাথাড়ি কোপানো হয় শাসকদলের দুই নেতাকে৷ গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে পালান সাবির শেখ৷

এর ফলে কোনোক্রমে বেঁচে যান তিনি কিন্তু আলতাব শেখ নিজেকে রক্ষা করতে পারেননি৷ তাঁকে ওখানে ফেলেই কোপায় দুষ্কৃতীরা ৷ ঘটনার পরেই কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস৷ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরির অনুগামীরা এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ৷ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস৷

Advertisement

কংগ্রেসের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই খুন হতে হয়েছে আলতাব শেখকে৷ খুনের কারণ হিসাবে শাসকদলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে সিপিএমও৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

এই ঘটনার ফলে ডোমকল এবং তার সংলগ্ন এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + one =