কলকাতা 

কংগ্রেসের জেতা চারটি আসন ছেড়ে দিয়ে বাকী আসনগুলিতে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পরও বাম নেতৃত্ব সৌজন্যের খাতিরে কিংবা দিল্লি নেতৃত্বের অনুরোধে কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী না দিয়ে অলিখিত জোটের দরজা খুলে রাখল । রাজ্যের বাকি আসনে প্রার্থী ঘোষণা করে ফেলল বামফ্রন্ট। তবে সেখানে কংগ্রেসের সঙ্গে অলিখিত একটা আসন সমঝোতার ছবিও ধরা পড়ল। কারণ ২০১৪ সালে রাজ্যে যে আসন কংগ্রেস জিতেছিল, সেখানে বামেরা প্রার্থী দিচ্ছে না।

মঙ্গলবার ঘোষিত হওয়া বাম প্রার্থীরা হলেন-

Advertisement
  • শ্রীরামপুর– তীর্থঙ্কর রায়
  • বাঁকুড়া– অমিয় পাত্র
  • কলকাতা উত্তর-কনীনিকা ঘোষ
  • ঝাড়গ্রাম– দেবলীনা হেমব্রম
  • ব্যারাকপুর– গার্গী চট্টোপাধ্যায়
  • দার্জিলিং-সমন পাঠক
  • কৃষ্ণনগর– শান্তনু ঝা
  • হাওড়া– সুমিত্র অধিকারী
  • কাঁথি– পরিতোষ পট্টনায়ক
  • তমলুক শেখ ইব্রাহিম
  • আসানসোল– গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
  • বোলপুর– রামচন্দ্র ডোম
  • মথুরাপুর– শরৎ হালদার

ব্রিগেড মাতানো দেবলীনা হেমব্রমকে ঝাড়গ্রামকে প্রার্থী করা হবে সে রকম একটা ইঙ্গিত পাওয়াই যাচ্ছিল। তাতেই সিলমোহর দিল ফ্রন্ট।

উল্লেখ্য, গত শুক্রবার ২৫টা আসনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে সমঝোতা হতে পারে, সেই সম্ভাবনায় ১৪টা আসন ছেড়ে রেখেছিল তারা। কিন্তু এ বার জোট জল্পনা ভেস্তে গেলেও অলিখিত একটা জোট কিন্তু থেকেই গেল। এখন দেখার  কংগ্রেসও এর পালটা কোনো সৌজন্য দেখায় কী না!

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 19 =