জেলা 

”সকলে বাইরে তৃণমূল, ভিতরে বিজেপি। নো কনফিডেন্স আনুক, ভোট হোক, আমি বুঝে নেব “ ভাটপাড়া পুরসভায় তৃণমূলের অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া অর্জুনের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অর্জুন সিং দল ছাড়ার পর ভাটপাড়া পুরসভা কি তৃণমূলের থাকবে? তা নিয়ে তৃণমূল নেতৃত্ব গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন । তাই ভাটপাড়ার কাউন্সিলরদের কলকাতায় ডেকে পাঠান ফিরহাদ হাকিম। বিধানসভায় তৃণমূল জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে একে একে জড়ো হন কাউন্সিলররা।

এরপরই তৃণমূলের তরফে জানানো হয় যে, পুরসভার বর্তমান চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। আজ-ই মহকুমাশাসককে অর্জুনের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেওয়া হবে। সেই চিঠি অর্জুন সিংয়ের কাছেও পাঠানো হবে। এরপর ১৫ দিনের মধ্যে মিটিং ডাকবে মহকুমাশাসক। তারপর ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান ঠিক করা হবে।

Advertisement

প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভায় মোট আসনসংখ্যা ৩৫। এখন ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ১ জনের মৃ্ত্যু হয়েছে। বাকি ৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জন-ই তৃণমূলের। একজন কংগ্রেসের কাউন্সিলর। তৃণমূলের হুঁশিয়ারিকে যদিও আমল দেননি অর্জুন সিং। পার্টি অফিসে বসে তিনি বলেন, “আমি পয়সা দিয়ে রাজনীতি করি না। ওরা টাকা দিয়ে লোক কিনছে। সকলে বাইরে তৃণমূল, ভিতরে বিজেপি। নো কনফিডেন্স আনুক, ভোট হোক, আমি বুঝে নেব। ভাটপাড়া পৌরসভা, ভাটপাড়া বিধানসভা আর ব্যারাকপুর লোকসভা সব বিজেপির থাকবে। আমি এখানকার ভূমিপুত্র।”

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − eight =