কলকাতা 

বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্যই কী দীপা-শংকররা বামেদের সঙ্গে জোট ভাঙতে তৎপর হয়েছেন ? জোট হবে কী হবে না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড

শেয়ার করুন
  • 65
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রদেশ কংগ্রেস বামেদের সঙ্গে আসন রফা করবে না বলে জানিয়ে দিল । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কংগ্রেস হাইকমান্ড একা লড়াই করার পক্ষেই সবুজ সংকেত দিয়েছে । তাই ভেস্তে গেল বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ! প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের ৪২টি কেন্দ্রেই প্রার্থী দিতে চলেছে প্রদেশ নেতৃত্ব। অর্থাৎ যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে সিপিএম প্রার্থী দিয়েছে সেখানেও প্রার্থী দিতে চলেছে প্রদেশ কংগ্রেস। আর এই প্রার্থী নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার দিল্লি যাচ্ছেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে প্রথম দফায় ২৫ টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা। পুরুলিয়া এবং বসিরহাট আসনে সিপিএম প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসকে প্রার্থী দিতে পারে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এরপরেই আগামীকাল শনিবার দফায় দফায় বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস নেতারা।

Advertisement

গতকালই প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক ছিল সেখানে দীপা দাসমুন্সি ও শংকর মালাকার তীব্র ভাষায় জোটের বিরোধিতা করেন । প্রদেশ কংগ্রেস সভাপতি ওই বৈঠকে জানিয়ে দেন অসম্মানজনক শর্তে জোটে যাবে না কংগ্রেস । জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এআইসিসি-র উপরেই দায়িত্ব ছেড়ে দেয় প্রদেশ নেতৃত্ব । সমগ্র বিষয়টি কংগ্রেস হাইকমান্ডের নজরে আনা হয় । আর হাইকমান্ডের নির্দেশেই সোমেন মিত্র সোমবার দিল্লি যাচ্ছেন । জোট হবে কী হবে না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড ।

তবে কংগ্রেস যদি এই জোট ভাঙে তাহলে তা হবে ঐতিহাসিক ভুল । কারণ রাজ্যের সংখ্যালঘু ও দলিতদের একটাংশ কংগ্রেসের প্রতি এই মুহুর্তে সমর্থন দিতে প্রস্তুত । ব্যক্তিস্বার্থকে চরিতার্থ করার জন্য দীপা ও শংকররা সোমেন মিত্রের উপর যে চাপ সৃষ্টি করে চলেছেন তাতে আর যাইহোক এই জোট ভেঙে গেলে আগামী দুই দশকেও কংগ্রেস এই রাজ্যে তাদের হারানো জমি ফিরিয়ে আনতে পারবে না । আগামী লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট না হলে শুধুমাত্র অধীর চৌধুরি ছাড়া আর কোনো নেতা সংসদে যাওয়ার ছাড়পত্র পাবেন না । একই সঙ্গে এই রাজ্যে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকেই আগামী দিনে দায়ী করা হবে  বলে রাজনৈতিক মহল মনে করছেন ।

 

 


শেয়ার করুন
  • 65
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − twelve =