জেলা 

নিউজিল্যান্ডে মসজিদে জঙ্গী হামলার বিরুদ্ধে অবমা-র উদ্যোগে ধিক্কার সভা হুগলির সিঙ্গুরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  অল বেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ধিক্কার সভা ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয় হুগলির সিঙ্গুরে চককালিকা বুড়ি তে। সভার সূচনাই কেরাত পাঠ করেন হাফেজ আজহারুদ্দিন। বক্তারা বক্তব্যে বলেন,, সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইষ্ট চার্চ মসজিদে নামাজরত অবস্থাই মুসুল্লিদের গুলি চালিয়ে শহিদ করা হল হামলাই ইহুদি জঙ্গীরা যুক্ত ছিল । এই ধরনের হাঙ্গামা নিন্দাজনক তার তীব্র ধিক্কার জানাই। এবং রাষ্ট্র সংঘের হস্তক্ষেপ দাবি করা হয়।

বিশ্ব মানবাধিকার সংগঠনগুলি এই বিষয় নিয়ে এখনও তেমন উচ্চবাচ্য করেনি। আমরা মনে করি মসজিদ, মন্দির, গির্জা, চার্চ পবিত্র স্থানে হয়ে থাকে। সুতরাং কোন ধর্মের পবিত্র উপসনালয়ে হামলা করা কাম্য নয়। শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। আবমার সিঙ্গুর ব্লক আহ্বায়ক হাফেজ মফিজুর রহমানের দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়। বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না, আবমার উপদেষ্টা মন্ডলির সদস্য ইব্রাহিম মল্লিক প্রমুখ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 2 =