জেলা 

চলে গেলেন ‘ জিরো পয়েন্ট’ সম্পাদক সেখ আনসার আলি

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শেখ আব্দুল মান্নান,কলকাতা : ১৬মার্চ শনিবার  রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট, পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরানের চেম্বারে বসে দরকারি আলাপ আলোচনায় ব্যস্ত।হঠাৎ বেজে উঠল মোবাইলের রিংটোন। স্ক্রীনে ভেসে উঠল আনসার ভাইয়ের নাম।আলোচনায় অসুবিধে হবে ভেবে তৎক্ষনাৎ কেটে দিলাম কলটা। কলম অফিস থেকে বেরিয়েই কলব্যাক করলে ও প্রান্ত থেকে ভেসে এলো অপরিচিত আড়ষ্ঠ কন্ঠ।বললেন আমি আনসার সাহেবের ভাই বলছি।

তারপরেই বললেন শুক্রবার গোসল করতে করতেই আনসার ভাইয়ের মেমারির বাড়িতে সেরিব্রাল অ্যাটাক হয়।এই মুহূর্তে ভাই বর্ধমানের এক নার্সিংহোমে ইনটেনসিব কেয়ারে।ডাক্তার বলেছেন নব্বই শতাংশ ব্রেনডেড হয়ে গেছে।আর কোনো আশা নেই।সারারাত উৎকন্ঠার মধ্যে কাটিয়ে সকালে ফোন করতেই অন্য এক অপরিচিত ব্যক্তি বললেন আনসার ভাই কাল রাতেই এন্তেকাল করেছেন।

Advertisement

দুসংবাদটা পেয়েই নিজেকে নিজে স্বগতোক্তি করে বললাম-যা:  শেষ হয়ে গেল প্রায় চার দশকের আনসার ভাইয়ের সাহিত্য সেবা আর নির্ভিক সাংবাদিকতার সংগ্রাম। নিবে গেল প্রতি বছর মেমারির মাটিতে  সংঘটিত হওয়া নজরুলের ওপর বিভিন্ন সেমিনার,আলোচনা,প্রতিযোগিতা, গুণিজন সম্মাননার প্রদীপ। আল্লাহ তাঁর রুহুর শান্তি দান করুন।

তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অধ্যাপক ইমানুল হক , সাংবাদিক ও কলামিষ্ট মুহাম্মদ সাদউদ্দিন ও বাংলার জনরব নিউজ পোর্টালের সাম্মানিক সম্পাদক সেখ ইবাদুল ইসলাম প্রমুখ ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =