দেশ 

যাঁরা ধর্মের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরকে বিভাজন করতে আসবে, তাঁদের বিরুদ্ধে আমরা লড়ব , আমরা কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করতে চাই নতুন দল গঠন করে বললেন আইএএসের টপার শাহ ফয়জল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১০ সালের আইএএস পরীক্ষায় প্রথম শাহ ফয়জল গত জানুয়ারি মাসে আইএসএস চাকরি থেকে পদত্যাগ করেন ।কাশ্মীরের মানুষদের অযাচিতভাবে মৃত্যু হচ্ছে এবং ভারতীয় মুসলিমদের একঘরে করে দেওয়া হচ্ছে। এই অভিযোগেই তিনি লোভনীয় চাকরি ছেড়ে দেন ।

রবিবার তিনি একটি রাজনৈতিক দল গঠন করলেন । সেই রাজনৈতিক দলের নাম  জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট। শ্রীনগরের রাজবাগের একটি অনুষ্ঠানে তাঁর দল গঠন উপলক্ষে আয়োজিত মিছিলে সামিল হন কয়েকশো মানুষ।

Advertisement

দলগঠনের পর জনগণের উদ্দেশে ফয়জল বলেন, ‘এই মিছিলে জম্মু ও কাশ্মীরের যে মানুষেরা এসেছেন, তাঁদের স্বাগত জানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম, কাশ্মীরের কোনও প্রতিষ্ঠিত দলে যোগ দেব। কিন্তু আমার প্রতি তাঁদের প্রতিক্রিয়া খুবই নেতিবাচক ছিল। সে জন্যই নিজের রাজনৈতিক দল গঠন করব বলে ঠিক করলাম। এটা কাশ্মীরের যুব সম্প্রদায়ের কাছে একটা নয়া প্ল্যাটফর্ম হবে।’

তিনি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শ্রদ্ধা করেন বলে জানিয়ে ফয়জল বলেছেন, ‘এখানকার মানুষের যেটা ইচ্ছে, সেইমতোই কাজ করবে আমার দল। আমরা চাই কাশ্মীরে শান্তি। যাঁরা ধর্মের ভিত্তিতে জম্মু ও কাশ্মীকে বিভাজন করতে আসবে, তাঁদের বিরুদ্ধে আমরা লড়ব। আমি কাশ্মীরের যুব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই।’

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − 11 =