দেশ 

‘‘বিশ্বাস রাখুন ৷ দায়িত্ব দিলে বদলে দেব উত্তরপ্রদেশের ছবিটা” লোকসভা ভোটের আগে রাজ্যবাসীকে খোলা চিঠি দিয়ে বার্তা পাঠালেন প্রিয়াংকা

শেয়ার করুন
  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়ার পর রোড শো এবং কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে এলাকার মানুষের নজর কাড়া চেষ্টা করেছিলেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াংকা গান্ধী । এবার নয়া কৌশলে ভোট প্রচার শুরু করলেন প্রিয়াংকা । তিনি রাজ্যের নাগরিকদের কাছে এক চিঠি পাঠিয়ে অনুরোধ করলেন‘‘বিশ্বাস রাখুন৷ দায়িত্ব দিলে বদলে দেব উত্তরপ্রদেশের ছবিটা৷’’ দলের হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নিয়ে একমাস পরে লখনউতে ফিরেই ভোটারদের উদ্দেশ্যে লেখা চিঠিতে এই বার্তা দিলেন প্রিয়াংকা গান্ধী ৷

রবিবার লখনউতে পৌঁছেই একটি খোলা চিঠি দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে লেখেন তিনি৷ এই চিঠিতে বলা হয়েছে, এরাজ্যের মা, ভাই, বোনেরা ভালো নেই৷ কিন্তু রাজনৈতিক চাপে তারা তা বলতে পারেন না৷ বিছিন্ন হয়ে পড়েন রাষ্ট্রীয় বিভিন্ন নীতি থেকে৷ এই কারণেই আজ স্থবির অবস্থা উত্তরপ্রদেশের৷ বিষয়টি বদলের প্রয়োজন৷ কিন্ত বদল বললেই তো আর বদলানো যায় না । তাই বদলানোর জন্য চাই নীতি কৌশল । সেই কৌশল কী হবে তা চিঠিতে উল্লেখ্য করেছেন প্রিয়াংকা । চিঠিতে তিনি লেখেন, আপনাদের সঙ্গে আলোচনা করব৷ তার ভিত্তিতেই নীতি গড়ে উঠবে৷ আশা করা যায় তার মাধ্যামেই ফিরে আসবে আস্থা৷ রাজ্যে দীর্ঘ দিন ক্ষমতায় নেই কংগ্রেস৷ তাই আপাতত কোনও প্রতিশ্রুতি নয়৷

Advertisement

এছাড়া ভোটের প্রচারে পরিবর্তন আনছেন প্রিয়াংকা । চা পে চর্চা নয় , তিনি বোট পে চর্চার উপর গুরুত্ব দিয়েছেন ।ভোটের প্রচারেও তাই অভিনবত্বের ছাপ রেখে কর্মীদের মন জয়ের আশায় কংগ্রেস৷ এখনও পর্যন্ত জানা যাচ্ছে, নৌকায় বসে মানুষের কথা শুনবেন তিনি৷  এই প্রচারে নাম দেওয়া হয়েছে ‘বোট পে চর্চা’৷ যা ঘিরে উৎসাহ তুঙ্গে৷

দেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে প্রিয়াংকাকে সামনে রেখে সংগঠনের হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন রাহুল গান্ধী ৷ আর প্রিয়াংকা দায়িত্ব নেওয়ার পর থেকে উজ্জীবিত হয়ে উঠেছে কংগ্রেস কর্মীরা, সমর্থকরা৷ দলের দয়িত্বে এসেই লখনউতে রোড শো করেছেন তিনি৷ সেখানে মানুষের সমাগমও হয়েছিল চোখে পড়ার মত ৷


শেয়ার করুন
  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =