দেশ 

মায়াবতীর পর অখিলেশও লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন না , কেন এই সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের জোটের নেতা-নেত্রী জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে মায়াবতী এবং অখিলেশ দুজনই ভোটে দাঁড়াবেন না । অবাক হচ্ছেন ! না অবাক হওয়ার কিছু নেই এটাই চূড়ান্ত বাস্তব । অথচ এই দুজন নেতা-নেত্রীর জোটই উত্তরপ্রদেশে বিজেপির সব সমীকরণকে বদলে দিতে পারে । তবু তাঁরা ভোটে দাড়াবেন না ? কয়েকদিন আগেই মায়াবতী ঘোষণা করেছিলেন দাঁড়াবেন না । আজ আবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়েদিলেন তিনিও দাঁড়াবেন না । তবে অখিলেশের স্ত্রী ডিম্পল কনৌজ লোকসভা আসন থেকেই প্রার্থী হচ্ছেন ।

এর আগে সংবাদমাধ্যমে অখিলেশ জানিয়েছিলেন তাঁর স্ত্রী ডিম্পলের কেন্দ্র কনৌজ থেকে ভোটে লড়বেন তিনি। কিন্তু গত ৮ মার্চ সপার প্রার্থী তালিকায় কনৌজ কেন্দ্রে ডিম্পলের নামই ঘোষণা করা হয়। এরপরই শোনা যায় বাবা মুলায়ম সিং-এর কেন্দ্র আজমগড় থেকে লড়বেন তিনি। কিন্তু দলের নীতি নির্ধারকেরা পরামর্শ দিচ্ছে, সপার হাতে থাকা কোনও আসনে অখিলেশের না লড়াই ভাল।

Advertisement

২০১৯-এর লোকসভা নির্বাচনে হাত ধরেছেন উত্তরপ্রদেশের এই দুই নেতা-নেত্রী। বদলে রাজনীতিক সমীকরণ। তবে প্রার্থী হতে চান না কেউই। কারণ প্রচারে বেশি সময় না দিয়ে দলের কাজেই মন দিতে চাইছেন দু’জনে।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + fifteen =