কলকাতা 

কংগ্রেস বামেদের জোট অনিশ্চিত ? জোটের বিপক্ষে দীপা- শংকর ; এ রাজ্যে বড় বিপর্যয়ের পথে কংগ্রেস ?

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাম-কংগ্রেস জোটের কোনও যৌক্তিকতা নেই বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিশ্বাসভঙ্গ করেছে বামেরা। অধিকাংশ কংগ্রেস নেতা-নেত্রী জোটের বিপক্ষে দাবি তুললেন লোকসভা ভোটের প্রাক মুহূর্তে। এমনও দাবি উঠল, অবিলম্বে জানিয়ে দেওয়া হোক, কোনও দরকার নেই জোটের। একা লড়বে কংগ্রেস।

দীপা দাশমুন্সি থেকে শুরু করে শঙ্কর মালাকাররা জোটের বিপক্ষে সরব হয়েছে। একটা সময় যে দীপা দাশমুন্সি সবথেকে সরব ছিলেন জোটের পক্ষে তিনি বলেন, এই জোটে বামেরাই সব সুবিধা পেয়ে আসছে।
উল্লেখ্য, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হস্তক্ষেপে বামেদের শর্ত মেনে লোকসভায় জোট করতে রাজি হয়েছে কংগ্রেস। রায়গঞ্জ ও মুর্শিদাবাদের মতো শক্তিশালী আসন ছেড়ে দেওয়া হয়েছে বামেদের। পুরুলিয়া ও বসিরহাটে কংগ্রেস প্রার্থী দিতে চেয়েছিল। এখানেও বামেরা আগেভাগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপর বামেরা জোটকে গুরুত্ব দিতেই নারাজ।

Advertisement

সিপিএম তথা বামেরা কংগ্রেসের সঙ্গে জোট চূড়ান্ত করার আগেই প্রার্থী ঘোষণা করে দেওয়ায় প্রদেশ নেতৃত্ব তা ভালোভাবে নেননি। শনিবার জরুরি বৈঠকে বসে অধিকাংশ নেতা-নেত্রীই জোট ছেড়ে বেরিয়ে আসার পক্ষে সওয়াল করেন। একলা চলার বার্তা দেন।

এমনকী প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কাছে আর্জি জানান রাহুল গান্ধীকে জানিয়ে দেওয়া হোক তাঁরা জোট চান না। এখন শুধু সিদ্ধান্তের অপেক্ষা, কংগ্রেস বামেদের সঙ্গে জোটে যাবে নাকি একক লড়াই করবে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + one =