দেশ 

বিজেপি শাসিত গোয়ায় এবার শুরু হতে চলেছে কংগ্রেস জামানা ! লোকসভা নির্বাচনের আগেই সরকার গড়বে কি কংগ্রেস ?

শেয়ার করুন
  • 86
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পারিকর গুরুতর অসুস্থ । এই অবস্থায় আবার গোয়া প্রদেশ কংগ্রেস দাবি তুলল তাদের সরকার গড়তে দিতে হবে । কারণ তারা সবচেয়ে বড় দল । আজ গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর রাজ্যপালকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে থাকা সরকারকে সরিয়ে দিতে হবে। কারণ বিজেপি সংখ্যালঘু। এবং কংগ্রেস সবচেয়ে বড় দল। তাদের সরকার গড়তে দিতে হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন , গোয়াতে রাতের অন্ধকারে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করা হলে তা হবে সর্ম্পূনভাবে অসাংবিধানিক পদক্ষেপ ।

মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর গুরুতর অসুস্থ। এই অবস্থায় রাজ্যের বিজেপি সরকার সাধারন মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে । তাই একক বৃহত্তম দল হিসেবে কংগ্রেস সরকার গঠন করতে দেওয়া হোক বলে ওই চিঠিতে দাবি করা হয়েছে ।  প্রসঙ্গত, কংগ্রেস গোয়ায় সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। তবে আসন কম থাকা সত্ত্বেও বিজেপি বাকী দলগুলির সঙ্গে জোট করে সরকার গড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন মনোহর পার্রিকর। সেই সরকারই সরিয়ে নয়া সরকার গড়তে চাইছে কংগ্রেস।

Advertisement

শেয়ার করুন
  • 86
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 3 =