দেশ 

উত্তরপ্রদেশে জনপ্রিয়তা হারাচ্ছে ভাজপা ; সাবিত্রীর পর এবার বিজেপির আরেক সাংসদ দল ছাড়লেন ; যোগ দিলেন সপায়

শেয়ার করুন
  • 217
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশ থেকে কংগ্রেসকে মুক্ত করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী । কিন্ত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট জারি হওয়ার পর থেকে বেশ কয়েকজন বিজেপির  প্রথম সারির নেতা দল ছাড়লেন । যদিও  আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দল ভাঙানোর খেলায় সবাইকে টেক্কা দিচ্ছে বিজেপি। কিন্তু উলটো ঘটনাও যে ঘটছে, সেটাও কারও নজর এড়াচ্ছে না। এবার বিজেপির ঘর থেকেই বেরিয়ে গেল একজন সাংসদ।  উত্তরপ্রদেশের এলাহাবাদের এই ঘটনা ঘটেছে। দলবদল করে ফেললেন সেই কেন্দ্রের বিজেপি সাংসদ।

এলাহাবাদের বিজেপি সাংসদ শ্যামচরণ গুপ্তা  সমাজবাদী পার্টিতে যোগ দিলেন । এরফলে উত্তরপ্রদেশের রাজধানী শহরেই বিজেপি বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে ।

Advertisement

২০১৪ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। তবে তার আগে সপার নেতাই ছিলেন তিনি। ১৯৯৯ থেকে ভোটে দাঁড়াচ্ছেন গুপ্তা। সে বার হারলেও ২০০৪ সালে জিতে সপা সাংসদ হন তিনি। ফের ২০০৯-এ ওই কেন্দ্র থেকে হেরে যাওয়ার পর গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি। এর পরেই এলাহাবাদ থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

তবে কী কারণে পুনরায় নিজের পুরোনো দলে তিনি ফিরে গেলেন, সে ব্যাপারে এখনও কিছু জানাননি গুপ্তা। তবে এটা জানা গিয়েছে, যে তাঁকে ফের একবার বান্দা থেকেই প্রার্থী করতে চলেছে সপা। ওই বসপা-সপা আসনবণ্টন অনুযায়ী ওই কেন্দ্রে প্রার্থী দিচ্ছে সপা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের কেন্দ্র এবং তার আশেপাশের এলাকায় গুপ্তা যথেষ্ট শক্তিশালী। ফলে তাঁর দলবদলে রাজ্যে বিজেপির ভাগ্য আরও কিছুটা খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যায়।

দেশকে কংগ্রেস মুক্ত করতে গিয়ে এবার খোদ উত্তরপ্রদেশে বিজেপি যে ভংকর সংকটের মধ্যে পড়তে চলেছে তা শ্যামচরন গুপ্তার দলত্যাগের মাধ্যমেই প্রমাণ পাওয়া যাচ্ছে   ।

 


শেয়ার করুন
  • 217
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 19 =