দেশ 

জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন শীঘ্রই করতে চায় কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অমরনাথ যাত্রার আগেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। এমনই জানা গিয়েছে কমিশন সূত্রে।

বার লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও কাশ্মীরে ভোট হচ্ছে না। নিরাপত্তার কথা মাথায় রেখে এবং প্রয়োজনীয় বাহিনী না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে সূত্রের খবর, রমজান মাসের শেষ এবং অমরনাথ যাত্রার শুরুর মাঝখানে যে সময়টা পাওয়া যাবে তখনই রাজ্যে বিধানসভা নির্বাচন করা যেতে পারে। আটটা দফায় এই ভোটগ্রহণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বছর রমজান মাস শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। জুনের শেষ সপ্তাহ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়ে যাওয়ার কথা।

বর্তমানে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে জম্মু কাশ্মীরে। নিয়ম অনুযায়ী কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে মাসের মধ্যে সেখানে নির্বাচন করাতে হয়। সে ক্ষেত্রে জুলাইয়ে জম্মু কাশ্মীরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + 17 =