দেশ 

মোদীর রাজ্যেই বিজেপির হেভিওয়েট নেতা দল ছাড়লেন , যোগ দিতে পারেন কংগ্রেসে ; বিজেপির আতুরঘর থেকেই কী ঘুরে দাঁড়াবে কংগ্রেস ?

শেয়ার করুন
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মভূমি গুজরাটে লোকসভা ভোটের মুখে  ধাক্কা খেল বিজেপি। বিজেপি দলের নেত্রী এবং পতিদার আন্দোলনের অন্যতম মুখ রেশমা প্যাটেল দল ছেড়ে দিলেন । কে এই রেশমা প্যাটেল । ইনি হার্দিক প্যাটেলের সঙ্গে রাজ্যে পতিদার আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ছিলেন ।

রাজ্য বিজেপি প্রসিডেন্ট রীতু ভাঘানিকে চিঠি লিখে রেশমা জানিয়েছেন, বিজেপি এখন একটা মার্কেটিং কোম্পানিতে পরিণত হয়েছে। আমাদের বলা হচ্ছে মিথ্যে সব প্রকল্পের কথা জোর গলায় বলে মানুষকে বোকা বানাতে। কিন্তু আমরা মানুষের সেবার জন্য কাজ করতে চাই।গুজরাটে এবার পতিদাররা বিজেপিকে খুব একটা সহজে জায়গা দেবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

দলত্যাগী রেশমা আরও লিখেছেন, বিজেপির শীর্ষ নেতার বরাবরই কর্মীদের ওপরে খবরদারি করেন। তাদের চাপেই দলের কর্মীরা শ্রমিকের মতো খাটতে বাধ্য হন। এখানে তাদের কিছু বলার নেই। এরকম এক অবস্থা কোনও মতেই দলের নেতাদের অন্যায় মেনে নিতে চাই না। মানুষের স্বার্থেই দল ছাড়ছি।

উল্লেখ্য, পতিদারদের সব দাবি মিটিয়ে দেওয়া হবে, বিজেপি এই প্রতিশ্রুতি দেওয়ার পরই পতিদার আন্দোলন ছেড়ে বিজেপিতে যোগ দেন রেশমা। মূলত প্যাটেলদের ভোটে গত ২ দশক রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এরপরও প্যাটেলদের দাবি নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। এনিয়েআগেই দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রেশমা। এবার দলই ছেড়ে দিলেন।জানা গেছে রেশমা প্যাটেল হার্দিক প্যাটেলের পথ অনুসরণ কংগ্রেসে যোগ দিতে চলেছেন । পতিদারদের সমর্থন যদি কংগ্রেস লোকসভা নির্বাচনে পায় তাহলে বিজেপি ব্যাপক ক্ষতি হতে পারে । হার্দিক পর যদি রেশমাও কংগ্রেসে যোগ দেন তাহলে গুজরাটে কংগ্রেস যে শক্তিশালী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

 

 

 

 


শেয়ার করুন
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 3 =