জেলা 

‘আমি মৃত্যুর অপেক্ষায় আছি ; যে কোনও দিন মারা যেতে পারি’ মন্তব্য সারদা কর্তা সুদীপ্ত সেনের

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আমি মৃত্যুর অপেক্ষায় আছি। যে কোনও দিন মারা যেতে পারি। বারাসত আদালতে ঢোকার মুখে স্বগতোক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের। বৃহস্পতিবার সারদা মামলায় আদালতে পেশ করা হয় সুদীপ্ত সেনকে। সংশোধনাগার থেকে পুলিসি পাহারায় বারাসত আদালতে আনা হয় তাঁকে। পুলিসের গাড়ি থেকে আদালতের পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই বলেন, ‘আমি মৃত্যুর অপেক্ষায় আছি। যে কোনও দিন মারা যেতে পারি।’ কেন মৃত্যুর কথা ভাবছেন? এই প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেন বলেন, ‘আমার সারদার সব সম্পত্তি শেষ হয়ে গিয়েছে। আমি আর বাঁচব না।’

কার জন্য আপনার এই অবস্থা? তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি সুদীপ্ত সেন। পুলিসি ঘেরাটোপে আদালতে ঢুকে পড়েন তিনি। এদিন কথা বলতে বলতে চিকচিক করে ওঠে সুদীপ্ত সেনের চোখের কোণ। সারদাকাণ্ড প্রকাশ্যের আসার পর ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের গুলমার্গ থেকে গ্রেফতার হন সংস্থার কর্তা সুদীপ্ত সেন। তার পর থেকে কারাবন্দি তিনি। সারদার সম্পত্তি বিক্রি করে বকেয়া টাকা মেটানোর জন্য তিনি বার বার আবেদন করলেও আদালতে তা গ্রাহ্য হয়নি।

Advertisement

এদিন আদালতে পেশ করা হয় দেবযানী মুখোপাধ্যায়কেও। সুদীপ্ত সেনের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

 

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + nine =