কলকাতা 

”দল ভেঙে আসা মাল নিয়েই তো তৃণমূল। উনি তো কংগ্রেস ভেঙে ছিলেন। কোন মুখে নীতির কথা বলছেন। ধার করা মাল নিয়ে ঘর তৈরি করলে ঝড় এলে সেই ঘর টিকবে না “ অর্জুনের দলত্যাগ নিয়ে সোমেনের প্রতিক্রিয়া

শেয়ার করুন
  • 96
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং । এই অর্জুন সিংহের সাংগঠনিক দক্ষতায় ব্যারাকপুর লোকসভা নির্বাচনে সাফল্য দেখিয়েছে তৃণমূল । তিনি যে দল ছাড়বেন এটা অনেক আগেই আঁচ পেয়েছিলেন দলনেত্রী । তাই প্রার্থী তালিকা প্রকাশের আগেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন । সমাধান সূত্র বের করেন । সবকিছুই ঠিকঠাক চলছিল । শেষ পর্যন্ত দলকে বিদায়ী জানিয়ে চলে গেলেন অর্জুন ।

আর এনিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি বলেন উনিও তো কংগ্রেস ভেঙে দল গড়েছিলেন।

Advertisement

সোমেন মিত্র আরও বলেন,”দল ভেঙে আসা মাল নিয়েই তো তৃণমূল। উনি তো কংগ্রেস ভেঙে ছিলেন। কোন মুখে নীতির কথা বলছেন। ধার করা মাল নিয়ে ঘর তৈরি করলে ঝড় এলে সেই ঘর টিকবে না। তৃণমূল দলটাই ধার করা। অন্যের ঘর ভাঙালে মনে রাখতে হবে আমার ঘরও ভাঙতে পারে। বিজেপির থেকেও খারাপ দল তৃণমূল”।

 

 

 

 


শেয়ার করুন
  • 96
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + fifteen =