কলকাতা 

সাত দফা ভোটে লাভ হবে তৃণমূলের ; আগামীদিন বাংলাই দেশ তৈরি করবে : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল সপ্তদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। বিহার ও উত্তরপ্রদেশের সঙ্গে এই রাজ্যেও সাতটি দফাতেই ভোট হবে। সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” যদিও সাত দফা নির্বাচনের জন্য তৃণমূল পুরোপুরি তৈরি বলে জানান তিনি। বলেন, “সাত দফা নির্বাচনে আমাদের কোনও সমস্যা নেই।”

রাজ্যে সাত দফায় নির্বাচনের নির্ঘণ্ট দেওয়া হলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। বলেন, “এটা অবশ্যই একটি বড় পদক্ষেপ। তবে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।” বিজেপিকে  একহাত নিয়ে মমতা বলেন, “এটা (বাংলায় সাত দফা নির্বাচন দেওয়া) বিজেপি  করেছে। তারা যোগ্য জবাব পাবে। রাজ্যে তৃণমূল কংগ্রেস সবকটি আসনই পাবে। আর বাংলার মানুষকে বরাবর অসম্মান করেছে বিজেপি। তারা মনে করে বাংলার মানুষ কিছু বোঝে না। ঘাসে মুখ দিয়ে চলে। বাংলার মানুষ যে কতটা বুদ্ধিমান তা নির্বাচনের সময় আগেও দেখিয়েছে। আবারও দেখাবে। আগামীদিন বাংলাই দেশ তৈরি করবে।”

Advertisement

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + six =