দেশ 

দেশের পাঁচ প্রথম সারির জাতীয় নেতা সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কেন ? জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সপ্তদশ লোকসভা ভোটের বাদ্য বেজে গিয়েছে৷  ভোট যুদ্ধ শুরু হওয়া শুধু মাত্র সময়ের অপেক্ষা । এবার লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন প্রথম সারির জাতীয় নেতা মানুষের দরবারে ভোট চাইতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন । এতদিন এই সব মানুষগুলি দেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন । জানা গেছে দেশের প্রথম সারির ৫ জন দুঁদে রাজনৈতিক নেতা লোকসভা ভোটে দাঁড়াবেন না৷ তারা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ,সুষমা স্বরাজ, উমা ভারতী, শরদ পাওয়ার ও রাম বিলাস পাসওয়ান৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ দীর্ঘ দশ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন । কংগ্রেস  দল তাঁকে পঞ্জাব থেকে প্রার্থী করতে চায়৷ যদিও সূত্রের খবর, তিনি ভোটে দাঁড়ানো নিয়ে অনীহা প্রকাশ করেছেন৷

Advertisement

শরদ পাওয়ার: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা শরদ পাওয়ার সোমবার পুনের একটি কর্মিসভায় ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেন৷ ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল অবধি লোকসভার সাংসদ ছিলেন৷ ইউপিএ আমলে শরদ পাওয়ারকে খাদ্য ও কৃষিমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়৷ বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ৷

রামবিলাস পাসওয়ান: লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসওয়ান এবার লোকসভা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ বেশ কয়েক বছর টানা রামবিলাস পাসওয়ান বিহারের হাজিপুর কেন্দ্রের সাংসদ৷ জানা গিয়েছে, রামবিলাস পাসওয়ান এখন রাজ্যসভার সাংসদ হতে চান৷

সুষমা স্বরাজ: শারীরিক কারণেই ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই নির্বাচনে না লড়াই করার কথা জানিয়ে দেন বিজেপির অন্যতম শীর্ষ নেত্রী সুষমা স্বরাজ৷ মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্রের সাংসদ ৬৬ বছর বয়সী সুষমা নরেন্দ্র মোদী সরকারে বিদেশমন্ত্রকের দায়িত্ব পান৷ কিন্তু ২০১৬ সালের মঝামাঝি সময়ে তিনি কিডনির সমস্যায় ভুগতে শুরু করেন৷ ওই বছর ডিসেম্বর মাসে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়৷

উমা ভারতী: আগামী বছরের লোকসভা নির্বাচনে লড়বেন না বিজেপির আরও এক হেভিওয়েট রাজনীতিক নেত্রী উমা ভারতী৷ কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী জানান, নির্বাচনী লড়াইতে না থাকলেও রামমন্দির ইস্যুতে লড়াই চালিয়ে যাবেন।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 3 =