দেশ 

জম্মু ও কাশ্মীরে সেনা- জঙ্গি সংঘর্ষে খতম এক সন্ত্রাসবাদি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজ ডেস্কঃ জম্মু-কাশ্মীরে সেনা ও জঙ্গির গুলিবিনিময়ে খতম হলো একজন জঙ্গি। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন সিআরপিএফ ক্যাম্পের এক জোয়ানও। ওই জোয়ানের ডান পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে আজ ভোর ৪ টে ২৫ মিনিটে শ্রীনগরের ছাত্তাবাল এলাকায় যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও জম্মু কাশ্মীর রাজ্য পুলিশ। তল্লাশি চলাকালীনই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা জবাব আসে সেনার তরফ থেকেও। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। তখনই জওয়ানদের গুলিতে এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। এছাড়া গুলিবিনিময়ের সময় গুরুতরভাবে জখম হয় এক সিআরপিএফ জওয়ান। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তবে রাজ্য পুলিশ কিংবা  সিআর পিএফের তরফে জখম ওই জনের নাম জানানো হয়নি।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven + 5 =