কলকাতা 

বহরমপুরে মুসলিম ভোট ভাগ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে রটাচ্ছে তৃণমূল , মুকুলের সঙ্গে নৈশভোজকে গ্যাজাখোরি গল্প বলে উড়িয়ে দিলেন অধীর

শেয়ার করুন
  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের মুসলিম ভোটে ফাটল ধরাতে অধীর-দীপার সঙ্গে নৈশভোজে সামিল হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায় এই গল্প বাজারে ছেড়েছে অভিযোগ করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি । তিনি এই খবরকে গ্যাজাখোরি গল্প বলে উড়িয়ে দিয়ে বলেছেন , তৃণমূল কংগ্রেস এইসব রটাচ্ছে। আমি কংগ্রেস ছিলাম, কংগ্রেস আছি কংগ্রেসে থাকব।

রবিবার অধীর চৌধুরী আবারও বিজেপিতে যোগদানের গুজব উড়িয়ে দেন। নিজেকে কংগ্র্সের একনিষ্ঠ কর্মী বলে দাবি করেন। বলেন কংগ্রেস ছিলাম, কংগ্রেসই থাকব। তৃণমূল যতই চেষ্টা করুক আমাকে সরাতে পারবে না। আসলে বহরমপুরে মুসলিম ভোট ভাগ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে রটাচ্ছে।

Advertisement

অধীর চৌধুরী বলেন, তৃণমূলের এখন একটাই লক্ষ্য মুসলিম ভোটারদের আমার প্রতি অনাস্থা তৈরি করা। তা না হলে বহরমপুরে তৃণমূলের জামানত জব্দ হবে বলে দাবি করেন অধীর চৌধুরী। যদিও বিজেপি অন্যরকম দাবি করেন, এ প্রসঙ্গে আবার উঠে আসে, বিজেপি আসলে প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই এমন সব দাবি করছে।

শুক্রবার সন্ধ্যায় সব্যসাচীর বাড়িতে মুকুল রায় গিয়ে তৃণমূলকে লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে ফেলে দিয়েছেন । সব্যসাচীকে নিয়ে ব্যস্ত করে দিয়েছেন তৃণমূল নেতৃত্বকে। এবার কংগ্রেসকে এলোমেলো করে দিতে টোপ দিয়ে বঁড়শিতে গাঁথতে চাইছেন অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সিকে। সেই কারণেই রাজনৈতিক মহলে রটানো হয়েছে নৈশভোজের তত্ত্ব।

 


শেয়ার করুন
  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 + eleven =