কলকাতা 

কলকাতার বুকে উদ্ধার বিস্ফোরক বোঝাই লরি ; ধৃত দুই ; ২৩ মার্চ পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: কলকাতার বুকে উদ্ধার বিস্ফোরকবোঝাই লরি। ধৃত ২। ধৃতদের এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক ধৃত জনকে ২৩ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ধৃতদের জেরা করে খোঁজ মিলল আরও জনের।

পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে এই চক্র চালানো হত। ওড়িশার বালেশ্বর থেকে আসছিল বিস্ফোরক। উত্তর ২৪ পরগনার একটি জায়গায় এই বিস্ফোরক নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের জেরা করেই আরও ২পুলওয়ামা কাণ্ডের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। তার জের কাটতে না কাটতেই শুক্রবার রাতে কলকাতায় উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই লরি।

Advertisement

টালা ব্রিজের কাছে বিস্ফোরকবোঝাই লরিটি উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। লরির ভিতর  থেকে মোট ২৭টি ব্যাগে কমপক্ষে ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। জনের নাম খোঁজ পেয়েছে পুলিস।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। টালা ব্রিজের কাছে আটক করা হয় লরিটি। গ্রেফতার করা হয় লরির চালক খালাসিকে। এই বিস্ফোরক কোথা থেকে আসল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃত ইন্দ্রজিত ভুঁই ষষ্ঠীধর দেকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিস।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − eighteen =