কলকাতা 

কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দেবে না বামফ্রন্ট , বামেদের জেতা দুটি আসনেই সিপিএম প্রার্থী দিচ্ছে জানালেন বিমান

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বামফ্রন্টের মিটিং-এ বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট এক বাক্সে নিয়ে আসার লক্ষ্যে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে । তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ,বামফ্রন্ট আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্যে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ এই  দুটি জয়ী আসনেই দলীয় প্রার্থী দেবে। কলকাতায় আজ এক বৈঠকের পর বামফ্রন্টের রাজ্য সভাপতি বিমান বসু জানিয়েছেন, রায়গঞ্জ কেন্দ্রে গতবারের বিজয়ী প্রার্থী মহম্মদ সেলিম এবং মুর্শিদাবাদে বদরুদ্দোজা খান-কে এবারও প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।

তবে গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা চারটি আসনে বামফ্রন্ট কোন প্রার্থী দেবে না বলে বিমানবাবু স্পষ্ট জানান। তিনি বলেন, এই চারটি আসন হোল মালদা উত্তর ও দক্ষিণ এবং জঙ্গিপুর ও বহরমপুর কেন্দ্র। বামফ্রন্টের চূড়ান্ত প্রার্থীতালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। শরিকদের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিমানবাবু জানান, শরিকরা তাদের নিজস্ব আসনেই লড়াই করবে। কংগ্রেসের জেতা আসনে বামেরা প্রার্থী না দিলে কংগ্রেসের পক্ষে সুবিধা হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে রায়গঞ্জ  এবং মুর্শিদাবাদ কেন্দ্রে যদি কংগ্রেস প্রার্থী দেয় তাহলে রাজ্যের সংখ্যালঘু ভোট তৃণমূলে চলে যাওয়ার আশংকা আছে ।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =