কলকাতা 

সেনাদের জন্য নতুন ভোট দেওয়ার ব্যবস্থা বিষয়ে আগামী কাল দেশজুড়ে সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ; ভোট অবাধ ও সুষ্ঠ করতে আরও কী পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন ? এক নজরে দেখে নিন ।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা নির্বাচনে সেনাদের জন্য নতুন ভোট দেওয়ার ব্যবস্থা Electronically Transmitted Postal Ballot System সম্পর্কে সেনাদের প্রশিক্ষিত করতে আগামীকাল দেশজুড়ে জাতীয় নির্বাচন কমিশন শিবিরের আয়োজন করেছে। আমাদের রাজ্যে এই প্রশিক্ষণ শিবিরটি হবে কলকাতার ফোর্ট উইলিয়ামে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এই শিবিরে উপস্থিত থাকবেন। তিনি বলেন, রাজ্যে বর্তমানে ১ লক্ষ ২ হাজার ২৪৮ জন সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

এর পাশাপাশি নির্বাচন চলাকালীন ইভিএম ও ভিভিপ্যাট খারাপ হয়ে গেলে সংরক্ষিত ইভিএম ও ভিভিপ্যাট দ্রুত ভোটকেন্দ্রে পৌঁছে দিতে ম্যাজিস্ট্রেট সেক্টর অফিসারের গাড়িতে জিপিএস যন্ত্র বসানো হবে। গাড়ি ইভিএম মেশিন নিয়ে কোথায় আছে তা এর মাধ্যমে দেখা যাবে। এরজন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ও জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে কন্ট্রোল রুমও খোলা হবে। এছাড়া ইভিএম পাল্টানো, সংরক্ষণ, বিতরণ,স্থান পরিবর্তন সুষ্ঠুভাবে নিয়ন্ত্রন ও নজরদাড়ির জন্য ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেম নামে নতুন ব্যবস্থা চালু করছে বলেও সঞ্জয়বাবু বলেন।

Advertisement

অন্যদিকে, ভোটের বিজ্ঞপ্তির আগে অফিসার ইন চার্জ, রিটার্নিং অফিসার, এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের প্রশিক্ষণ প্রায় সম্পূর্ণ বলেও তিনি জানান।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + nine =