পঞ্চায়েত সংবাদ 

পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করল রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে শুক্রবার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করল রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের কোথায় কত সশস্ত্র বাহিনী লাগবে, তা স্পষ্ট করা হয়েছে ওই রিপোর্টে। তবে অন্য রাজ্য থেকে সশস্ত্র পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

ওই রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে মোট ৫৮ হাজার ৪৬৭ টি বুথ রয়েছে। এর মধ্যে নির্বাচন হচ্ছে না প্রায় ১১ হাজার বুথে। কমিশনকে রাজ্য জানিয়েছে প্রতিটি বুথে একজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া এবার ৪৩ হাজার ৬৭ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার ৪০০ টি কেন্দ্রে একাধিক বুথ রয়েছে। আর ১২ হাজার ৮৩৫ টি কেন্দ্রে মাত্র দুটি করে বুথ রয়েছে। রাজ্য কমিশনকে জানিয়েছে প্রতিটি বুথে একজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। রাজ্যে মোট সশস্ত্র পুলিশ রয়েছে ৪৬ হাজার। এছাড়া কলকাতা পুলিশের সঙ্গে কথা হয়েছে। কলকাতা পুলিশের তরফে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য পাওয়া যাবে ১২ হাজার পুলিশ।

Advertisement

রাজ্য পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে কয়েকদিন ধরেই রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে রাজ্য পুলিশের ডিজির। সেই সঙ্গে নিরাপত্তা নিয়ে রাজ্যের পরিকল্পনা কি, তা জানতে চেয়ে ছিল কলকাতা হাইকোর্টও। আজ রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে এই রিপোর্টই পেশ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + 1 =