কলকাতা 

ডিএ মামলায় রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে দিল হাইকোর্ট ; ১৩ মার্চ স্যাটের রায়ে স্পষ্ট হবে কেন্দ্রীয় হারে পাবে কী কর্মীরা ডিএ ?

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্ট  ডিএ মামলায়  রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশন খারিজ করে দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ। এর ফলে ডিএ মামলায় স্যাটের রায়দানে আর কোনও বাধা রইল না। আগামী ১৩ মার্চ ডিএ মামলায় রায়দান করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এরাজ্যের সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন, তার ফয়সলা করবে স্যাট। বকেয়া ডিএ নিয়ে ২০১৬-র ২১ নভেম্বর স্যাটে মামলা করেন রাজ্য সরকারি কর্মীরা। ২০১৭-র ফেব্রুয়ারিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দেয় যে মহার্ঘ ভাতা দয়ার দান। ডিএ দেওয়া বা না দেওয়া, তার সম্পূর্ণটাই নির্ভর করে সরকারের উপর। স্যাটের সেই রায় ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে ২০১৭-র মার্চে হাইকোর্টে মামলা করে একাধিক রাজ্য সরকারি কর্মী সংগঠন। দেড় বছর শুনানির শেষে ২০১৮-র ১ সেপ্টেম্বর  হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রায় দেয় ডিএ কোনও দয়ার দান নয়। মহার্ঘভাতার অধিকার আইনি অধিকার। রোপা আইন অনুযায়ী একজন রাজ্য সরকারি কর্মচারী ডিএ পেয়ে থাকেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এরাজ্যের সরকারি কর্মীরা এখন ৪৭ শতাংশ কম ডিএ পেয়ে থাকেন। অন্য রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা যখন কেন্দ্রীয় হারেই ডিএ পান, তখন এরাজ্যের ক্ষেত্রে ডিএ বৈষম্য নিয়ে প্রশ্ন তোলে সরকারি কর্মীদের সংগঠন। প্রশ্ন ওঠে, এরাজ্যের সরকারি কর্মীরা কেন কেন্দ্রের সমহারে ডিএ পাওয়া থেকে বঞ্চিত হবেন? রাজ্য সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন? কেন্দ্রের হারেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দেওয়া হবে কি না? সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্যাটকে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

Advertisement

হাইকোর্টের নির্দেশের পর মামলা ফেরে স্টেট অ্যাডিমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। কিন্তু স্যাটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র হার নির্ধারণের বিষয়ে ফয়সলা হওয়ার আগেই সরকার ফের হাইকোর্টের দ্বারস্থ হয়। ডিএ মামলায় হাইকোর্টের নির্দেশকে পর্যালোচনা করে দেখার জন্য রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। যার ফলে স্যাটে মামলাটির শুনানি স্থগিত হয়ে যায়।

আজ হাইকোর্ট রিভিউ পিটিশনটি খারিজ করে দেওয়ায়, ডিএ মামলায় রায়দানের ক্ষেত্রে স্যাটের আর কোনও বাধা রইল না। এই মামলায় শেষ পর্যন্ত সরকারি কর্মচারি সংগঠনের জয় হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল । আগামী ১৩ মার্চ স্যাট ডিএ নিয়ে কী রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারিরা ।

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 4 =