দেশ 

উত্তরপ্রদেশের পর গুজরাটের মাটিতেও কংগ্রেসের পালে হাওয়া ; পতিদার নেতা ১২ মার্চ রাহুল গান্ধীর হাত ধরে যোগ দিচ্ছেন কংগ্রেসে

শেয়ার করুন
  • 115
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদীর গুজরাট এখন আর তাঁর পক্ষে নেই । আস্তে আস্তে পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে । গতবছর কোন রকমে জিতলেও আগামী লোকসভা নির্বাচনে গুজরাট যে আজ আর বিজেপির একচ্ছত্র দখলে থাকবে না তা স্পষ্ট হয়ে গেছে । তবে লোকসভা নির্বাচনের আগে গুজরাটে আরও শক্তি বাড়ছে কংগ্রেসের ।

কারণ নরেন্দ্র মোদী তথা বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত পাতিদার নেতা হার্দিক প্যাটেল আগামী ১২ মার্চ রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেবেন ।

Advertisement

তিনি গুজরাটের জামনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। গুজরাতের পাতিদার সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে আন্দোলনের সময় সামনে এসেছিলেন এই হার্দিক প্যাটেল।জামনগর লোকসভা আসনটি বর্তমানে বিজেপির পুনমবেন মাদামের দখলে রয়েছে।

আগামী ১২ মার্চের আহমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে। সেই দিনেই হার্দিক প্যাটেল যোগ দেবেন কংগ্রেসে। এরপরেই সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। থাকবেন কংগ্রেসের কেন্দ্রীয় ও রাজ্য নেতারা।

হার্দিক প্যাটেলের কংগ্রেসের যোগ দেওয়ার সিদ্ধান্তে এটা স্পষ্ট দেশজুড়ে কংগ্রেসের পালে হাওয়া উঠেছে । খোদ নরেন্দ্র মোদীর রাজ্যেও কংগ্রেস জমি ফিরে পাচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন ।

 

 

 


শেয়ার করুন
  • 115
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × three =