কলকাতা 

পিআরটি স্কেল শিক্ষকদের অধিকার বলে রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিলেন সাংসদ অধীর চৌধুরি

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এনসিটিই-র নতুন নির্দেশ মত রাজ্যে প্রাথমিক শিক্ষকরা উচ্চ-মাধ্যমিক ডিগ্রি হাসিল করার সত্ত্বে শিক্ষাগত যোগ্যতা অনুসারে উপযুক্ত বেতন পাচ্ছে না বলে অভিযোগ।  পিআরটি স্কেলে বেতন দেওয়ার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার আলোচনাতে বসেও সমাধান সূত্র বের করতে পারেনি । বাধ্য হয়ে উপযুক্ত বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষককে। সেইেআন্দোলন কর্মসূচি পৌছে গেছে দিল্লির যন্তর-মন্তর থেকে এনসিটিই-র সদর পর্যন্ত ।

প্রাথমিক শিক্ষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন প্রদেশ সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Advertisement

রাজ্য সরকার রাজ্যের প্রাথমিক  শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন দিচ্ছে না বলে অভিযোগ জানিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রের মানব-সম্পদ মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে। অধীর চৌধুরি  জানিয়েছেন পিআরটি স্কেল শিক্ষকদের নিজস্ব অধিকার।

প্রসঙ্গত, গত এক বছর ধরে প্রাথমিকে পিআরটি স্কেলের দাবি নিয়ে বার বার মহানগরীর রাস্তায় নেমেছে উস্তি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন , এবার সেই একই দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্নামঞ্চে হাজির হয় সংগঠনের কয়েক হাজার সদস্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকা।  এই প্রেক্ষিতে অধীর চৌধুরি যেভাবে সাংসদ হিসেবে সরাসরি প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন তাতে রাজ্যের শিক্ষক মহলে তাঁর বিশ্বাসযোগ্যতা অনেকটাই বেড়ে গেল ।

 

 


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × two =