দেশ 

কর্নাটকে দলিত কংগ্রেস বিধায়ককে দলে নিয়ে বাজিমাত করলেন নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস বিধায়ক উমেশ যাদবকে লোকসভা নির্বাচনের আগে দলে নিয়ে কর্ণাটকে খানিকটা বিজেপিকে উজ্জীবিত করল নরেন্দ্র মোদী। বুধবার নরেন্দ্র মোদীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন চিঞ্চোলি বিধানসভার দু’বারের বিধায়ক।গত মে মাসে কর্ণাটকে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই সুযোগে যুযুধান দুই পক্ষ কংগ্রেস এবং জেডি(এস) জোট বদ্ধ হয়ে সরকার গঠন করে। সেই সময় থেকেই ওই জোট সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়ে আসছিল বিজেপি।

গত সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কংগ্রেস বিধায়ক উমেশ যাদব। তখনই স্থির হয়ে যায় তাঁর বিজেপি যোগের বিষয়টি। বুধবারে যে নরেন্দ্র মোদীর সভা মঞ্চ থেকেই রাজনীতির ময়দানে নতুন ইনিংস খেলতে নামছেন তাও স্পষ্ট হয়ে যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গুলবার্গে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছে উমেশ যাদব৷এদিন দল বদলের পরে উমেশ যাদব বলেছেন, “আমরা একটা নতুন ইতিহাস রচনা করতে চলেছি। একজন অতি সাধারণ বিধায়কের সঙ্গে বড় নেতার লড়াই হবে। আপনাদের সমর্থন আমাদের খুব দরকার। কিভাবে উন্নয়ন করতে হয় তা আমরা আপনাদের দেখিয়ে দেবো।”

কর্ণাটক কংগ্রেস প্রেসিডেন্ট দীনেশ গুন্ডু রাও জানান, যাদবের পদত্যাগ প্রত্যাশিত ছিল৷ তিনি কংগ্রেসের হাত ধরেই এগিয়েছেন, কংগ্রেস তার সঙ্গে কোনও অবিচার করেনি৷ কিন্তু তিনি নিজের স্বার্থে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷ তবে যতদূর জানি আর কেউ দল ছাড়ার কথা জানাননি৷ এদিকে, কর্ণাটকে কংগ্রেস-জনতা দলের জোট সরকারের অভিযোগ, বিধায়কদের দল থেকে ভাঙিয়ে গেরুয়া শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × three =