কলকাতা 

পঞ্চায়েত এলাকায় একটি রাস্তাও কাচা থাকবে না ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তর ২৪ পরগণার বারাসতে রাজ্য পঞ্চায়েত দফতরের রুরাল রোড ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ইউনিট ভবনের উদ্বোধন করেন৷ নতুন এই ভবন থেকেই মূলত রাজ্যের তিনটি জেলার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা নির্মাণের বিষয় তদারকি করা হবে৷

আগামী দিনে রাজ্যের কোন পঞ্চায়েত এলাকায় একটিও কাঁচা রাস্তা থাকবে না বলে এদিন সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

Advertisement

তিনি বলেন, আধুনিক পদ্ধতি ব্যবহার করে এবার থেকে অনেক বেশি মজবুত রাস্তা তৈরি হবে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা জেলায় পঞ্চায়েত দফতর ৯০০টি নতুন রাস্তা তৈরি করেছে। বর্তমান রাজ্য সরকার আর দু বছরের মধ্যে উত্তর ২৪ পরগণার সর্বত্রই পাকা মজবুত রাস্তা তৈরি করে দেবে। একটিও কাঁচা রাস্তা থাকবে না।

উত্তর ২৪ পরগণার বারাসতে রুরাল ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ইউনিট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক অন্তরা আচার্য, জেলা পরিষদের পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী সহ রাজ্য পঞ্চায়েত দফতরের অন্যান্য আধিকারিকরা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × four =