কলকাতা 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে প্রথম স্থাপিত হচ্ছে হিন্দি বিশ্ববিদ্যালয় , কাল হাওড়ায় শিল্যান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : হিন্দি ভাষীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাস করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল হাওড়ার অরূপাড়ায় প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই শিল্যান্যাস করবেন। বিশ্ববিদ্যালয় গড়ার জন্যে ইতিমধ্যেই জমি চিহ্নিত করে তা অধিগ্রহণ করা হয়েছে।

পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনের আগে জেলার উন্নয়নে গত একবছরে যে সব সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেবেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

হিন্দিভাষীদের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে আর একটি মাইলষ্টোন তৈরি করতে চলেছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 4 =