দেশ 

”মিথ্যা কথা বলা আপনার অভ্যাসে পরিনত হয়েছে। আপনি মিথ্যা বলতে লজ্জা পান না? “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ রাহুলের

শেয়ার করুন
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার সরাসরি মিথ্যাবাদী বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের লোকসভা কেন্দ্র আমেথিতে গিয়ে  রবিবার মোদী রাইফেল ফ্যাক্টরি উদ্বোধন করতে গিয়ে  ভুরি ভুরি মিথ্যা বলেছেন বলে দাবি তাঁর।

রাহুল গান্ধী টুইট করে  লিখেছেন, আমেথিতে গিয়ে মিথ্যা কথার বর্ষণ করেছেন প্রধানমন্ত্রী। রাইফেল ফ্যাক্টরিতে উৎপাদন চলছে। তিনি বলেছেন, শিলান্যাসই হয়েছে কোনও কাজ আজ পর্যন্ত শুরু হয়নি। উল্লেখ্যে, প্রধানমন্ত্রী রবিবার একটি উৎপাদন ইউনিট চালু করেন। তার একদিন পর কংগ্রেস সভাপতি একটি টুইট পোস্ট করে মিথ্যার জবাব দেন। রাহুল বলেছেন, মিথ্যা বলা যে মোদীজির অভ্যাস, তা ফের ঘটেছে আমেথিতে গিয়ে। তিনি বলেন, আমি ২০১০ সালে আমেথিতে অর্ড্যান্স ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। তারপর অনেক বছর ধরে এটি ছোট অস্ত্র তৈরি করেছে। অথচ প্রধানমন্ত্রীজি আপনি আমেথি সফরে গিয়ে বলে এলেন কোনও উৎপাদন হয়নি, নামেই শিলান্যাস হয়েছে।

Advertisement

তিনি বলেন, আসলে মিথ্যা কথা বলা আপনার অভ্যাসে পরিনত হয়েছে। আপনি মিথ্যা বলতে লজ্জা পান না? রাহুলের এই টুইটের পর বিজেপি নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে । আমেথির রাইফেল কারখানায় ছোট অস্ত্র বেশ কয়েক বছর ধরে উৎপাদন হচ্ছে । প্রধানমন্ত্রী কারখানার আর একটি ইউনিটের উদ্বোধন করেছেন মাত্র । এটা রাশিয়ার প্রযুক্তিকে কাজে লাগিয়ে অস্ত্র উৎপাদন হবে । কিন্ত রবিবার বেমালুম রাহুলের সমালোচনা করতে গিয়ে মিথ্যা বলেছেন বলে অভিযোগ ।

 

 


শেয়ার করুন
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 − 2 =