দেশ 

রাজ্যে কংগ্রেসের হাতে থাকা চারটি আসনেই জয় নিশ্চিত রাহুল গান্ধীকে আশ্বাস দিলেন অধীর ; তৃণমূল নয় , বামেদের সঙ্গেই সম্মানজনক জোটের পক্ষেই অধীর জানিয়ে এলেন রাহুলকে

শেয়ার করুন
  • 143
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে বর্তমানে হাতে থাকা কংগ্রেসের চারটি আসনই আগামী লোকসভা নির্বাচনে নিশ্চিত জিতবে বলে রাহুল গান্ধীকে কথা দিয়ে এলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক করেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে জানা গেছে সিপিএমএর সঙ্গে জোট নিয়েও কথা হয় বলে সূত্রের খবর ।এদিকে জানা গেছে, অধীর চৌধুরী রাহুল গান্ধীকে কথা দিয়েছেন  দলের হাতে থাকা টি আসনই তারা জিতবেন

সূত্রের খবূর অনুযাযী, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি অধীর চৌধুরীর মুখে শুনতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল। সামনের লোকসভা নির্বাচনে রাজ্যে নির্বাচনী জোট কাদের সঙ্গে, সিপিএম, তৃণমূল না কংগ্রেস একাই লড়াই করবে, তা নিয়ে কথা হয় দুজনের। রাহুল গান্ধী অধীর চৌধুরীর মতও জানতে চান বলে জানা গিয়েছে। অধীর চৌধুরী বরাবরই রাজ্যে বামেদের সঙ্গে নির্বাচনী জোট করার পক্ষে। তবে তা সম্মানজনক শর্তে। এর আগেই রাহুল গান্ধী অধীর চৌধুরী, আব্দুল মান্নানদের ডেকে জনে জনে কথা বলেছিলেন।

Advertisement

তাঁদের মত জানার চেষ্টা করেছিলেন। কারা কার সঙ্গে জোট চাইছেন, কী করলে রাজ্যে হৃত গৌরব কংগ্রেস ফিরে পেতে পারে, তা জানতে উদ্যোগ নিয়েছিলেন রাহুল।

এমাসেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে রাহুল গান্ধীর এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন
  • 143
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × two =