দেশ 

পাটনায় মোদী সভায় নাকি পানের দোকানের সামনে যেমন ভিড় , তেমন ভিড় হয়েছে দাবি লালুপ্রসাদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার বিহারের পাটনার গান্ধী ময়দানে মোদী-নীতীশ কুমারের সভায় ভিড়কে চায়ের দোকানের সামনে যে ভিড় তার সমতুল বলে দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব । রবিবার  এনডিএর ডাকে সারা দেশে ছিল বিজয় সংকল্প র‌্যালি। পাটনায় এমনই এক সমাবেশে হাজির হয়েছিলেন মোদী-নীতীশ। সেই সভায় ভিড় নিয়ে কটাক্ষ করে টুইটে লালু প্রসাদ যাদব বলেছেন, নরেন্দ্র মোদী, নীতীশ কুমার এবং পাসোয়ান মাসের পর মাস ধরে কাজ করেছেন। সভাকে সফল করতে সরকারি সুবিধাকে কাজে লাগিয়েছেন।

এরপরেই তাঁর কটাক্ষ, সভায় যা লোক হয়েছে, সেরকমই ভিড় হয় রাস্তার ধারের পানের দোকানে হয়ে থাকে।  প্রসঙ্গত, কংগ্রেস এই একই জায়গায় মাসখানেক আগে জন আকাংখ্যা র‌্যালি করেছিল। লালুর দাবি  ক্যামেরার ব্যবহারেও কারচুপি করা হয়েছে। ক্যামেরা ঘুরিয়ে অনেক লোকের উপস্থিতি দেখানো হয়েছে। লালু যাদব আরও বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা না করে, ক্যামেরা জুম না করে সভার সঠিক ফুটেজ দেখানো হোক ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − eight =