দেশ 

উত্তরপ্রদেশে জমি ফিরে পাচ্ছে কংগ্রেস ; প্রিয়াংকার হাত ধরে কংগ্রেসে এলেন কেন্দ্রের শাসক দল বিজেপির মহিলা সাংসদ

শেয়ার করুন
  • 426
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ান শহীদ হওয়ার পর কার্যত কংগ্রেস দল শোকে বিহ্বল হয়ে রাজনৈতিক সভা সমাবেশে বেশ কিছুদিন বন্ধ রেখেছে । কিন্ত বিজেপি একের এক সভা করে চলেছে । অনেকেই মনে করছিল যে , পুলওয়ামার ঘটনা তারপরে এয়ার স্ট্রাইকের পর সমগ্র দেশজুড়ে যে জাতীয়তাবাদের আবহাওয়া তাকে সম্বল করে মোদীর জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র ।

কিন্ত তা যে হচ্ছে না ক্রমেই স্পষ্ট হচ্ছে । খোদ উত্তরপ্রদেশ যেখানে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৭৩টি আসন পেয়েছিল । সেই প্রদেশে কংগ্রেসকে উজ্জীবিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াংকা গান্ধীকে । তিনি প্রথম দিনে রোড শোতে প্রমাণ করেছেন ; উত্তরপ্রদেশে আবার দ্বিতীয় ইন্দিরা রাজ শুরু হতে চলেছে । অনেকেই বলেছিলেন সময়ের সঙ্গে মানুষের এই আবেগ শেষ হয়ে যাবে । কিন্ত না তুমুল জাতীয়তাবাদের আবেগকে কাজে লাগিয়ে অমিত-মোদীরা যখন এককভাবে পুনরায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় উত্তরপ্রদেশের মাটিতে  দাঁড়িয়ে প্রিয়াংকা গান্ধী বিজেপিকে ভেঙে দিলেন । অবাক হচ্ছেন ! না অবাক হওয়ার কিছু নেই । শাসক দল বিজেপির সাংসদ সাবিত্রী বাই ফুলে প্রিয়াংকার হাত ধরে যোগ দিলেন কংগ্রেস । তিনি শুধু একা নন রাকেশ সাচন নামে প্রাক্তন এক সাংসদ যোগ দিয়েছেন কংগ্রেসে বলে সংবাদ মাধ্যমে খবর । সাবিত্রী বাই ফুলে ২০১৪-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বাহরাইচ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ।

Advertisement

অন্যদিকে সমাজবাদী পার্টি প্রাক্তন সাংসদ রাকেশ সাচন কংগ্রেসে যোগ দিয়েছেন । তিনি ২০০৯ সালে উত্তরপ্রদেশের ফতেপুর লোকসভা আসন থেকে সমাজবাদী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন । এবার তিনি প্রিয়াংকার হাত ধরে যোগ দিলেন কংগ্রেসে । এই দুই হেভিওয়েট নেতার হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন প্রিয়াংকা ও রাহুল গান্ধী । এআইসিসির সদর দফতরে এঁরা যোগ দেন ।

উত্তরপ্রদেশে কংগ্রেস যদি সামান্যতম ভাল ফল করতে পারে তাহলে দিল্লিতে ক্ষমতায় আসা খুব সহজ হবে । যুদ্ধ উন্মদনার মধ্যেও নিরবে কংগ্রেসের সাধারন সম্পাদিকা হিসেবে প্রিয়াংকা গান্ধী যেভাবে সংগঠনের কাজ করে চলেছেন তাতে উত্তরপ্রদেশে কংগ্রেস যে ২০১৪-র চেয়ে ভাল ফল করবে তা নিয়ে রাজনৈতিক মহলের কোনো সন্দেহ নেই ।


শেয়ার করুন
  • 426
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 1 =