দেশ 

কৃষক, মজুর, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সবার টাকা চুরি করেছেন মোদী; চুরি করেছেন বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকাও সরাসরি নমোকে তোপ রাহুলের

শেয়ার করুন
  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সার্জিক্যাল স্ট্রাইকের পর বেশ কয়েকদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চুপ করে গিয়েছিলেন । এমনকি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিল করে দেয় ।কিন্ত মোদী-অমিত শাহরা পরের পর সভা করে  গেছেন । হিসাব বলছে পুলওয়ামা কান্ডের পর এখন পর্যন্ত মোদী এককভাবেই ১৫ টি সবা করেছেন । সেখানে তিনি বিরোধীদের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন । সেই সঙ্গে বিরোধীদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন ।

এরপরেই আজ সরাসরি মোদীকে আক্রমণের পথ বেছে নিলেন রাহুল গান্ধী । আজ ঝাড়খণ্ডে এক জনসভায় কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন, কেন সব চোরের নামের শেষে মোদী হয়। তারপরই তিনি একে একে নাম বলেন ললতি মোদী, নীরব মোদী ইত্যাদি। আর বলেন, চৌকিদার চোর হ্যায়।

Advertisement

প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল বলেন, মোদীজি যেখানে যান, সেখানেই ঘৃণা ছড়ান। এরপরই মোদীকে চোর বলে কটাক্ষ করেন রাহুল বলেন। কৃষক, মজুর, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সবার টাকা চুরি করেছেন তিনি। চুরি করেছেন বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকাও।

রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী রাফালে কেনার নামে চুক্তি ৩০ হাজার কোটি টাকা চুরি করে অনিল আম্বানিকে দিয়েছেন। এদিন ফের প্রকাশ্য সভা থেকে নাম করেই মোদী ও আম্বানিকে একযোগে আক্রমণ করেন। কেন হ্যালকে বরাত না দিয়ে রাফালে কেনার জন্য অনিল আম্বানিক সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হল, তা নিয়ে

এরপরই তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ললিত মোদী, নীরব মোদীর নাম শুনেছেন? তাঁরা টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এঁদের ভাই বলে সম্বোধন করেন। বলেন নীরব ভাই, মেহুল ভাই। তারপরই কটাক্ষ করে বলেন, আমার শুধু একটাই জিজ্ঞাসা- সব চোরের নাম কেন মোদী হয়?

 

 


শেয়ার করুন
  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 + 4 =