কলকাতা 

বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে সিআইডি-র তলব নদীয়া জেলার বিজেপির সভাপতিকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে  সরস্বতী পুজোর দিন খুন করা হয় । সেই মামলায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি । এই মামলায় এবার তলব করা হল বিজেপি নদীয়া জেলার সভাপতি জগন্নাথ সরকারকে ।

গতকাল তাঁকে তলব করে সিআইডি। কিন্ত  তিনি সিআইডি আধিকারিকদের সঙ্গে দেখা না করায় আজ ফের তাঁকে তলব করা হয়েছে। জগন্নাথ সরকার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাতদিনের সময় চেয়েছেন সিআইডি-র  কাছে।

Advertisement

এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । এই মামলায় অভিযুক্তদের সঙ্গে বিজেপি-র  নেতা- নেত্রীদের যোগাযোগ রয়েছে বলে মনে করছে সিআইডি। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের। জগন্নাথ সরকারকে জেরা করা হলে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

বিজেপি-র অভিযোগ, জোর করে তাঁদের নেতা-নেত্রীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মামলায়। রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তাঁরা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + six =