দেশ 

মার্চের প্রথম সপ্তাহে কী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কমিশন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মার্চের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের  মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে দেশে লোকসভা নির্বাচনের দিনক্ষণ এ খবর দিয়েছে পিটিআই ।

শুক্রবার সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, লোকসভা নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ষোলতম লোকসভার সময় শেষ হতে চলেছে। ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচার শুরুও করে দিয়েছে। এই পরিস্থিতিতে সকলেই আশা করছেন জুন মাসের মধ্যে কেন্দ্রে নতুন সরকার তৈরি করতে গেলে মার্চ মাসের শুরুতেই নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা হওয়াটা জরুরি।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের যে উত্তাপ চড়েছে তাতে সাধারণ নির্বাচনে কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়েছিল। এর উত্তরেই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়ে দেন, সাধারণ নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে। যদি নির্দিষ্ট সময়ে সাধারণ নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − thirteen =