কলকাতা 

রাজীব কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করার সিবিআইকে নির্দেশ শীর্ষ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদা কাণ্ডে আবার শিরেনামে আসতে চলেছেন কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার । তাঁর বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে তথ্য প্রমাণ বিকৃতের যে অভিযোগ সিবিআই করেছে তার পক্ষে প্রমাণ চাইল আদালত।  দুই সপ্তাহের জন্য মামলাটির শুনানি স্থগিত করে দেওয়া হয়েছে৷ পরবর্তী শুনানি হবে ২৬ মার্চ।

সারদা কেলেঙ্কারি মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনেছে সিবিআই। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে দুই সপ্তাহের মধ্যে সেই অভিযোগের নথি প্রমাণ আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সারদা কান্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল(সিট) গঠন করেছিল রাজ্য সরকার। সেই সময় সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। সিবিআই-এর অভিযোগ, সেই সুযোগে বহু তথ্যপ্রমাণ নষ্ট করে দিয়েছেন তিনি। প্রাক্তন পুলিশ কমিশনার তাদের হাতে যে প্রমাণ তুলে দিয়েছিলেন, তা বিকৃত, অসম্পূর্ণ৷

Advertisement

সিবিআই-এর আরও অভিযোগ, ফোনের কল লিস্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ নাম মুছে ফেলা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়ে ‘ডিলিট’ করে দেওয়া সেই কললিস্ট সার্ভিস প্রোভাইডরের কাছে পুনরুদ্ধার করে তারা। এরপরই সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, আগামী দু সপ্তাহের মধ্যে এই অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করতে নির্দেশ দেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − four =