দেশ 

ইমরান খানের বাউন্সারকে মাঠের বাইরে পাঠালেন মোদী ; আকাশসীমা লংঘনের দায়ে পাক-যুদ্ধ বিমানকে ধ্বংস করল ভারত ; দিশেহারা ইমরান পাঠালেন শান্তির প্রস্তাব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনবর ডেস্ক : পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বাউন্সারকে এভাবে ছক্কা মেরে মাঠের বাইরে বের করে দেবে ভারতীয় সেনা তা কল্পনাও করতে পারেনি পাকিস্থান । ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা হিসাবে বুধবার সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাকিস্তানের ৩ টি যুদ্ধবিমান এফ ১৬। মুহূর্তে তাকে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই ভাবে ভারতে আক্রমণে খানিকটা দিশেহার হারা হয়ে পাকিস্তান ।

এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির প্রস্তাব পাঠান ।ইমরান খান এদিন বলেন,’আলোচনার রাস্তা খোলা হোক। সমস্ত ইস্যু নিয়ে সেখানে বসা হোক।’ ইমরান খানের আরও দাবি, ‘আমরা ভারতের পুলওয়ামা হামলার তদন্তে সমস্ত রকমের সাহায্য করতে প্রস্তুত, সেকথা আগেই জানিয়েছি। পাকিস্তানের কোনও স্বার্থ নেই সন্ত্রাসবাদ নিয়ে। পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাস রপ্তানী করার কোনও ইচ্ছা নেই পাকিস্তানের। সেভাবেই পাকিস্তানের মাটিও যেন জঙ্গি হামলার শিকার না হয়। ‘

Advertisement

ইমরান খান এদিনের বার্তায় জানান, কোনও দেশই অন্য দেশকে একতরফা বিচার করতে পারবে না ।ভারত আগ্রাসন দেখিয়েছিল ,আর তার জবাব খুঁজে না পেয়ে ই পাকিস্তান পাল্টা জবাব দিতে বাধ্য হয়। তাঁর দাবি, যুদ্ধ যদি শুরু হয় তাহলে হয় তা নরেন্দ্র মোদীর দখলে থাকবে , নয়তো তা তাঁর দখলে থাকবে। তাতে কোনও লাভ হবে না।

এদিন খোদ পাক প্রধানমন্ত্রীই জানিয়ে দিয়েছেন যে ভারতের আকাশ সীমায় ঢুকে পাক বায়ুসেনার বিমান কোনও ক্ষয়ক্ষতি ঘটায়নি। শুধু ভারতকে জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। ইমরান জানান,’আমরাও আগ্রাসনের জবাব দিতে পারি তা ভারতকে দেখানো হয়েছে মাত্র।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + seventeen =