দেশ 

পকিস্তানে ঢুকে জঙ্গী ঘাঁটি ধ্বংস করে ১৪ ফেব্রূয়ারির হামলার জবাব দিল বায়ুসেনা , অতর্কিতে হামলায় হতচকিত পাকিস্তান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী পুলওয়ামা হামলার জবার ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া হবে সেই ওয়াদা নরেন্দ্র মোদী পূরণ করলেন সফলভাবে ১৪ ফেব্রূয়ারির বদলা নিলেন আজ মঙ্গলবার জইশমহম্মদের সব থেকে বড়ো জঙ্গিঘাঁটিটি ধ্বংস করেদিল বায়ুসেনা।

মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট, মজাফ্ফরাবাদে জঙ্গি শিবিরগুলোর ওপরে অবিরাম বোমাবর্ষণ করে সেগুলিকে ধ্বংস করে বায়ুসেনা। সেই নিয়েই দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিজয় গোখলে।

Advertisement

গোখলে জানান, “বালাকোটে জইশের সব থেকে বড়ো শিবিরটি ধ্বংস করেছে বায়ুসেনা। এর ফলে অনেক জঙ্গি, জঙ্গিদের প্রশিক্ষক, সিনিয়র কমান্ডো নিহত হয়েছে।

পুলওয়ামার মতো আরও কয়েকটি হামলা চালানোর পরিকল্পনা জঈশ করছিল বলে দাবি করে গোখলে। তিনি বলেন, “গোয়েন্দা সূত্রে জানতে পারি, যে পুলওয়ামার মতো আরও কয়েকটা হামলা দেশের বিভিন্ন প্রান্তে চালানোর পরিকল্পনা করছিল জইশ। এই জন্যই অনেক জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।

পাকিস্তানকে বারবার তথ্যপ্রমাণ দেওয়া সত্ত্বেও এই জঙ্গি শিবির ধ্বংস করার ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি। ফলে এই হামলা চালানো ছাড়া ভারতীয় বায়ুসেনার কাছে আর কোনো উপায় ছিল না বলেই দাবি করেন গোখলে।

তবে সেই সঙ্গে তিনি এও জানান, বিমানহানার সাধারণ মানুষের মৃত্যু এড়াতে খুব পরিকল্পনা করেই জইশ শিবির লক্ষ করে বোমাবর্ষণ করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে জইশ ছাড়াও হিজবুল এবং লস্করের কয়েকটি শিবিরও ধ্বংস করেছে বায়ুসেনা।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + 10 =